Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শেরে বাংলা হল প্রভোস্টের পদত্যাগ


৯ অক্টোবর ২০১৯ ১৫:৪৭ | আপডেট: ৯ অক্টোবর ২০১৯ ১৭:২৯

ঢাকা: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদ হত্যার ঘটনায় শেরে বাংলা হলের প্রভোস্ট মো. শাহিনুর ইসলাম পদত্যাগ করেছেন।

বুধবার (৯ অক্টোবর) বুয়েটের শহীদ মিনারের পাশের রাস্তায় বিক্ষোভরত শিক্ষার্থীদের মাঝে গিয়ে বুয়েট শিক্ষক সমিতির সভাপতি এ কে এম মাসুদ এ কথা জানান। এ সময় বুয়েটের অন্যান্য বিভাগের শিক্ষকরাও উপস্থিত ছিলেন।

রাজনীতি বন্ধ ও উপাচার্যের পদত্যাগ চায় বুয়েট শিক্ষক সমিতি

এ কে এম মাসুদ প্রভোস্টের পদত্যাগের বিষয়টি জানিয়ে বলেন, ‘বর্তমান পরিস্থিতিতে বুয়েটে বিভিন্ন প্রশাসনিক কাজের পরিস্থিতি নেই। এখন যে ভর্তি পরীক্ষা হওয়ার কথা রয়েছে, তা স্থগিত করা হবে নাকি পরীক্ষা হবে সে সিদ্ধান্ত একাডেমিক কাউন্সিলের বৈঠকে বসে সিদ্ধান্ত নেওয়া হবে।’

‘ছেলেকে তো ফিরে পাব না, হত্যার বিচার যেন পাই’

এর আগে শিক্ষক সমিতির এক জরুরি সভায় বিদ্যমান পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। সেই আলোচনার সিদ্ধান্তগুলো জানান তিনি।

এ সময় এ কে এম মাসুদ আরও বলেন, ‘আবরার ফাহাদ (২১) হত্যার ঘটনায় বুয়েট উপাচার্যের অদক্ষতা ও নির্লিপ্ততায় তার পদত্যাগ দাবি করছে শিক্ষক সমিতি। উপাচার্য যদি পদত্যাগ না করেন, তাহলে সরকারের কাছে দাবি, তাকে যেন অপসারণ করা হয়।’

বুয়েট ছাত্র আবরার হত্যায় ছাত্রলীগের ৯ নেতা আটক
শরীরে বাঁশ-স্টাম্পের আঘাত, অভ্যন্তরীণ রক্তক্ষরণে মৃত্যু
আবরার হত্যা: বুয়েট ছাত্রলীগের ১১ নেতাকে স্থায়ী বহিষ্কার
বুয়েটের আবাসিক হলে শিক্ষার্থীর মৃতদেহ, শরীরে আঘাতের চিহ্ন
হত্যার ফুটেজ চান শিক্ষার্থীরা, বুয়েটে  ২ পুলিশ কর্মকর্তা অবরুদ্ধ
আবরার হত্যায় ছাত্রলীগ নেতাকর্মীরা জড়িত, স্বীকার বুয়েট সভাপতির
আবরারের জন্য সহপাঠীদের কান্না, দুপুর অবদি বুয়েটে আসেননি উপাচার্য

বিজ্ঞাপন

পদত্যাগ প্রভোস্ট হল প্রভোস্ট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর