Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আবরার হত্যার দ্রুত বিচার চায় জাতিসংঘ


৯ অক্টোবর ২০১৯ ১৫:১৮ | আপডেট: ৯ অক্টোবর ২০১৯ ১৬:৪৮

ঢাকা: বুয়েট ছাত্র আবরার হত্যার দ্রুত বিচার চায় জাতিসংঘ। জাতিসংঘের বাংলাদেশ কার্যালয় বুধবার (৯ অক্টোবর) এক বিবৃতিতে এই দাবি জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়, স্বাধীনভাবে মত প্রকাশ করতে গিয়ে হত্যার শিকার হয়েছে বুয়েটের তরুণ শিক্ষার্থী আরবার, যা খুবই দুঃখজনক ঘটনা। বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ঘটে যাওয়া সহিংসতা এর আগেও অনেকের প্রাণ কেড়ে নিয়েছে কিন্তু দোষীদের শাস্তি হয়নি। বাংলাদেশ সরকারের প্রতি জাতিসংঘ আহবান জানাচ্ছে যে, এই হত্যাকাণ্ডের ঘটনা যেন নিরপক্ষেভাবে তদন্ত করে দোষীদের দ্রুত শাস্তি দেওয়া হয়। যাতে জনগণের মত প্রকাশের স্বাধীনতা বাধাগ্রস্ত না হয়।

বিজ্ঞাপন

বাংলাদেশে জাতিসংঘের আবাসিক প্রতিনিধি মিয়া সেপ্পো বলেন, বুয়েটের তরুণ শিক্ষার্থী আবরার হত্যার ঘটনা খুবই মর্মান্তিক। স্বাধীনভাবে মত প্রকাশ করার জেরে কারও ওপর এমন সহিংস ঘটনা ঘটানো ইতিবাচক নয়। এই হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিত করতে হবে এবং প্রকৃত দোষীদের আইনের আওতায় আনতে হবে। যাতে সমাজে মত প্রকাশের স্বাধীনতা অক্ষুন্ন থাকে।

এর আগে বুয়েটের শেরেবাংলা হলের উত্তর ব্লকের দ্বিতীয় তলার সিঁড়ি থেকে সোমবার (৭ অক্টোবর) ভোর ৪টার দিকে আবরারের মরদেহ উদ্ধার করা হয়। তার পুরো শরীরে ছিল আঘাতের চিহ্ন। আবরারকে ছাত্রলীগের নেতাকর্মীরা পিটিয়ে হত্যা করেছে বলে প্রাথমিকভাবে প্রমাণ পাওয়া গেছে।

এর পরিপ্রেক্ষিতে বুয়েট ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাসেলসহ ১৯ জনের নামে চকবাজার থানায় গত সোমবার রাতেই মামলায় করেন আবরারের বাবা। এরই মধ্যে এ মামলায় ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে।

আবরার হত্যাকাণ্ড জাতিসংঘের নিন্দা টপ নিউজ বুয়েটছাত্র আবরার

বিজ্ঞাপন

বাসচাপায় ২ কলেজছাত্র নিহত
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৩৮

আরো

সম্পর্কিত খবর