রাজশাহীতে ট্রাকের ধাক্কায় স্বামী-স্ত্রীর মৃত্যু
৯ অক্টোবর ২০১৯ ১৪:৪৮ | আপডেট: ৯ অক্টোবর ২০১৯ ১৮:০৬
রাজশাহী: রাজশাহীর পুঠিয়ায় ট্রাকের ধাক্কায় মোটর সাইকেল আরোহী বিজিবি সদস্য আজিম উদ্দিন (৪২) ও তার স্ত্রী রুমার (৩৫) মারা গেছেন। বুধবার (৯ অক্টোবর) বেলা সাড়ে ১১ টার দিকে ঢাকা-রাজশাহী মহাসড়কের সিক্স বিল্ডিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন।
রেজাউল ইসলাম বলেন, ঢাকা-রাজশাহী মহাসড়ক দিয়ে মোটরসাইকেলে তারা পুঠিয়ার দিকে যাচ্ছিল। পথে ট্রাকের সঙ্গে ধাক্কায় তারা দু’জনেই রাস্তায় পড়ে যান। এসময় ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
রেজাউল ইসলাম বলেন, মরদেহ দুটি উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। নিহতদের বাড়ি নাটোরের তেলকুপি এলাকায়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।