Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৯ থেকে ৩০ অক্টোবর ইলিশ ধরা-কেনা নিষেধ


৯ অক্টোবর ২০১৯ ১৩:৩২

ঢাকা: প্রজনন মৌসুম হওয়ায় ‘মা-ইলিশ সংরক্ষণ অভিযান-২০১৯’ উপলক্ষে মোট ২২ দিন ইলিশ মাছ ধরা বা ক্রয়-বিক্রয় বন্ধ থাকবে।

বুধবার (৯ অক্টোবর) থেকে আগামী ৩০ অক্টোবর পর্যন্ত এই নিষেধাজ্ঞার কথা জানিয়েছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।

সকলের সহযোগিতা আহ্বান করে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ০৯-৩০ অক্টোবর পর্যন্ত মোট ২২ দিন ইলিশ মাছ আহরণ, পরিবহন, মজু্ত, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় করা থেকে বিরত থাকুন।

উল্লেখ্য, প্রতিবছরই এই সময় জেলেদের নানা ধরনের প্রণোদনা দিয়ে আসছে সরকার। জাটকা নিধন বন্ধ হওয়ায় দেশে প্রতিবছরই ইলিশের উৎপাদন বাড়ছে। গত কয়েক বছর ধরেই ইলিশের উৎপাদন প্রায় ৫ লাখ টনের আশেপাশে থাকছে। সরকারের পক্ষ থেকে দাবি করা হচ্ছে, গত ১০ বছরে দেশে ইলিশের উৎপাদন বেড়েছে ৭৮ শতাংশ।

‘মা-ইলিশ সংরক্ষণ অভিযান-২০১৯’ ইলিশ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর