Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মামলা প্রত্যাহারের দাবিতে ১৫ জেলায় ট্যাংকলরি ধর্মঘট


৯ অক্টোবর ২০১৯ ১২:৩৬

খুলনা: সড়ক দুর্ঘটনায় দুই চালকের বিরুদ্ধে দায়ের হওয়া মামলা প্রত্যাহারের দাবিতে দেশের দক্ষিণাঞ্চলের ১৫ জেলায় দিনব্যাপী ধর্মঘট ডেকেছে খুলনা বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়ন।

বুধবার (৯ অক্টোবর) সকাল ৮টায় শুরু হওয়া ধর্মঘট চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। এই ১০ ঘণ্টা খুলনার খালিশপুরের তিনটি ডিপো থেকে খুলনা বিভাগ ও বৃহত্তর ফরিদপুরের ১৫ জেলায় জ্বালানি তেল সরবরাহ বন্ধ থাকবে।

ইউনিয়নের সভাপতি শেখ নূর ইসলাম সারাবাংলাকে জানান, গত ৪ এপ্রিল খুলনার আড়ংঘাটা থানা এলাকায় একটি সড়ক দুর্ঘটনা ঘটে। ওই দুর্ঘটনায় কেউ মারা যাননি। তারপরও থানায় মামলা হয়েছে। পরবর্তীতে ওই মামলার অভিযোপত্রে দু’জন ট্যাংকলরি শ্রমিককে আসামি করা হয়েছে।

মামলা প্রত্যাহারের দাবিতে আমরা ধর্মঘট ডেকেছি। আমাদের সঙ্গে একাত্মতা জানিয়েছে জ্বালানি তেল ব্যবসায় যুক্ত মালিক ও শ্রমিকদের চারটি সংগঠন— বলেন শেখ নূর ইসলাম।

এদিকে খুলনায় পাম্পগুলোতে জ্বালানি তেল বিক্রি বন্ধ থাকায় দুর্ভোগে পড়েছেন গাড়ি চালক এবং গণপরিবহনের যাত্রীরা।

খুলনা বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়ন ধর্মঘট মামলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর