Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আবরার হত্যার প্রতিবাদে বুয়েটে মৌন মিছিল ও সমাবেশ


৯ অক্টোবর ২০১৯ ১০:৫৩ | আপডেট: ৯ অক্টোবর ২০১৯ ১৪:১২

ঢাকা: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী আবরার হত্যার প্রতিবাদে ও হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত এবং বুয়েট ক্যাম্পাসে ছাত্র ও শিক্ষক রাজনীতি বন্ধের দাবিতে মৌন মিছিল ও সমাবেশ করেছে তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা।

বুধবার (৯ অক্টোবর) সকাল ১০টায় বুয়েট ক্যাম্পাসে প্রথমে মৌন মিছিল এবং পরে কেন্দ্রীয় শহীদ মিনারে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

সংক্ষিপ্ত সমাবেশ সমাবেশে তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. শফিকুল ইসলাম আবরার হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান। এছাড়া বুয়েট ক্যাম্পাসে ছাত্র-শিক্ষক রাজনীতি বন্ধের দাবিও জানানো হয় সমাবেশ থেকে।

আবরার বুয়েটের ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি শেরেবাংলা হলের ১০১১ নম্বর কক্ষে থাকতেন। তার গ্রামের বাড়ি কুষ্টিয়া শহরের মুক্তিযোদ্ধা রোডে।তার বাবার নাম বরকত উল্লাহ।

উল্লেখ্য, সোমবার (৭ অক্টোবর) ভোর চারটার দিকে বুয়েটের শেরেবাংলা হলের উত্তর ব্লকের দ্বিতীয় তলার সিঁড়ি থেকে আবরারের মরদেহ উদ্ধার করা হয়। তার পুরো শরীরে ছিল আঘাতের চিহ্ন। আবরারকে ছাত্রলীগের নেতাকর্মীরা পিটিয়ে হত্যা করেছে বলে প্রাথমিকভাবে প্রমাণ পাওয়া গেছে। এর পরিপ্রেক্ষিতে বুয়েট ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাসেলসহ ১৯ জনের নামে চকবাজার থানায় সোমবার রাতেই মামলায় করেন আবরারের বাবা। এরই মধ্যে এ মামলায় ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে।

টপ নিউজ মৌন মিছিল সমাবেশ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর