পূজা মণ্ডপে বন্ধুর ছুরিকাঘাতে কলেজছাত্র নিহত
৮ অক্টোবর ২০১৯ ২৩:০৮ | আপডেট: ৯ অক্টোবর ২০১৯ ১২:২০
ময়মনসিংহ: ময়মনসিংহ শহরে পূজা মণ্ডপে বন্ধুর ছুরিকাঘাতে শাওন ভট্টাচার্য নামে এক কলেজছাত্র মারা গেছেন। মঙ্গলবার (৮ অক্টোবর) রাত ৯টার দিকে নগরীর গোলপুকুর পাড় পূজা মণ্ডপে এই ঘটনা ঘটে। শাওনের বাড়ি নগরীর নাটক ঘরলেন এলাকায়। তার বাবার নাম শুভাশীষ ভট্টাচার্য।
কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল ইসলাম সারাবাংলাকে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, আমরা জানতে পেরেছি নিহত শাওন ভট্টাচার্য স্থানীয় কমার্স কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র। প্রতিমা বিসর্জনের আগে নাচানাচির এক পর্যায়ে কথা কাটাকাটির জের ধরে এই হত্যাকাণ্ড হয়েছে।