কুমিল্লায় উল্টো পথে আসা বাসচাপায় বৃদ্ধের মৃত্যু
৮ অক্টোবর ২০১৯ ১৬:০১
কুমিল্লা: কুমিল্লা সদর উপজেলায় উল্টো পথে আসা বাসচাপায় আবদুল খালেক নামে এক বৃদ্ধ মারা গেছেন। মঙ্গলবার (৮ অক্টোবর) দুপুরে উপজেলার সৈয়দপুর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
আবদুল খালেকের বাড়ি সৈয়দপুর এলাকায়। প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকাগামী রয়েল কোচ পরিবহনের একটি বাস সৈয়দপুর মহাসড়কের পাশে নূর মহল হোটেলে যাত্রা বিরতি দেওয়ার জন্য উল্টো পথে আসে। সে সময় রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলেন আবদুল খালেক। বাসচাপায় ঘটনাস্থালেই তার মৃত্যু হয়।
ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বলেন, নিহত বৃদ্ধের মরদেহ থানায় নিয়ে আসা হয়েছে। বাসটিও জব্দ করা হয়েছে।