Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পদার্থবিজ্ঞানে নোবেল পেলেন ৩ বিজ্ঞানী


৮ অক্টোবর ২০১৯ ১৫:৫৯ | আপডেট: ৮ অক্টোবর ২০১৯ ১৬:৫৭

মহাকাশ নিয়ে গবেষণা ও পদার্থবিজ্ঞানে বিশেষ অবদানের জন্য এ বছর যৌথভাবে নোবেল জিতেছেন তিন বিজ্ঞানী। তারা হলেন, জেমস পিবলস, মিশেল মেয়র ও দিদিরি কোয়েলজ।

মঙ্গলবার (৮ অক্টোবর) রয়েল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস পদার্থবিজ্ঞানে নোবেলজয়ীদের নাম ঘোষণা করে।

নোবেল পুরস্কারের আর্থিক মূল্য প্রায় ১১ লাখ মার্কিন ডলার।

ফিজিক্যাল কসমোলজি নিয়ে গুরুত্বপূর্ণ কাজের জন্য জেমস পিবলস মোট পুরস্কারের অর্ধেক অর্থ পাবেন। বাকিটা মিশেল মেয়র ও দিদিরি কোয়েলজের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া হবে। এ দুজন সোলার-টাইপ স্টারের এক্সোপ্লনেট অরবিটিং আবিষ্কারের জন্য পুরস্কার লাভ করেছেন।

জেমস পিবলস কানাডিয়ান-আমেরিকান বিজ্ঞানী। অপরদিকে মিশেল মেয়র ও দিদিরি কোয়েলজ সুইজারল্যান্ডের বাসিন্দা।

এর আগে, মোট ২০৯ জনকে পর্দাথবিদ্যায় নোবেল সম্মাননায় ভূষিত করা হয়। লেজার বিষয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য গত বছর যৌথভাবে নোবেল জিতেন যুক্তরাষ্ট্রের আর্থার আসকিন, ফ্রান্সের জেরার্ড মুউরো ও কানাডার ডোনা স্ট্রিকল্যান্ড।

৭ অক্টোবর দেওয়া হয়েছে চিকিৎসাবিজ্ঞানে নোবেল। কোষে অক্সিজেনের সরবরাহ নিয়ে গবেষণার জন্য চলকি যৌথভাবে নোবেল জিতেছেন উইলিয়াম জি. কেইলেন, স্যার পেটার জে রেটক্লিফ ও গ্রেগ এল সেমনেজা।

আগামী ৯ অক্টোবর রসায়নশাস্ত্র, ১০ অক্টোবর সাহিত্য, ১১ অক্টোবর শান্তিতে ও ১৪ অক্টোবর অর্থনীতিতে নোবেল পুরস্কারজয়ীর নাম ঘোষণা করা হবে।

নোবেল পুরস্কার ২০১৯ পদার্থবিজ্ঞানে নোবেল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর