দুর্নীতি প্রতিরোধ বেগবান করতে সমঝোতা দুদক-টিআইবি’র
৮ অক্টোবর ২০১৯ ০৯:২৮ | আপডেট: ৮ অক্টোবর ২০১৯ ০৯:৫৪
ঢাকা: দুর্নীতি প্রতিরোধ কার্যক্রম আরও বেগবান ও গতিশীল করতে পারস্পরিক সহযোগিতার জন্য দুর্নীতি দমন কমিশন (দুদক) ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) মধ্যে তৃতীয়বারের মতো সমঝোতা স্মারক সই হয়েছে।
সোমবার (৭ অক্টোবর) দুর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালয়ে দুর্নীতি দমন কমিশনের পক্ষে প্রতিষ্ঠানটির মহাপরিচালক (প্রতিরোধ) সারোয়ার মাহমুদ ও টিআইবি’র পক্ষে নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান সমঝোতা স্মারকে সই করেন।
এসময় দুদক সচিব মুহাম্মদ দিলোয়ার বখ্ত বলেন, দুদক ও টিআইবি’র মধ্যে সমঝোতা স্মারক ছাড়াও নিবিড় সম্পর্ক রয়েছে। টিআইবি দুর্নীতি প্রতিরোধে কাজ করে, আর দুদক দুর্নীতি প্রতিরোধ ও প্রতিকার— দুই কাজই করে থাকে। তৃণমূল পর্যায়ে টিআইবি’র সহযোগী প্রতিষ্ঠান সনাক, দুর্নীতি প্রতিরোধ কমিটি ও সততা সংঘের সদস্যরাও কাজ করছেন। তাদের মধ্যেও নিবিড় সমন্বয় রয়েছে।
দিলোয়ার বখ্ত আরও বলেন, কমিশন জনগণের আস্থা অর্জনে আইনি দায়িত্ব পালন করছে। এ দায়িত্ব পালনে জনসম্পৃক্তার কোনো বিকল্প নেই। দুর্নীতিবিরোধী কার্যক্রম আরও বেগবান ও কার্যকর করার লক্ষ্যে জনগণের মতামত গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। সমাজের সব স্তর থেকে দুর্নীতির প্রতিরোধে দুদককে সবাই সহযোগিতা করলে কার্যকরভাবে দুর্নীতি প্রতিরোধ করা সম্ভব হবে।
এসময় টিআইবি’র নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই দুদকের সঙ্গে টিআইবির আত্মিক সম্পর্ক রয়েছে। টিআইবি শুধু দুর্নীতি প্রতিরোধে কাজ করে। পক্ষান্তরে দুদক প্রতিরোধ ও দমন দু’টি কাজই করে। দুদক ও টিআইবি’র লক্ষ্য এক, কিন্তু ম্যান্ডেট ভিন্ন। বর্তমানে দুদক আগের তুলনায় অনেক বেশি সক্রিয়। দুর্নীতির বিরুদ্ধে সরকারের শূন্য সহিষ্ণুতা বাস্তবায়নে দুদকের সক্রিয়তার কোনো বিকল্প নেই।
অনুষ্ঠানে জানানো হয়, সমঝোতা স্মারক অনুযায়ী দুর্নীতি প্রতিরোধ সংক্রান্ত কাজে পারস্পরিক সহযোগিতার জন্য আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত তিন বছর দুদক ও টিআইবি কাজ করবে।