জাতীয় বিল্ডিং কোডের গেজেট প্রকাশ ও প্রয়োগ নিশ্চিতের দাবি
৭ অক্টোবর ২০১৯ ০৬:৫৫ | আপডেট: ৭ অক্টোবর ২০১৯ ২০:৪৯
ঢাকা: বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড (বিএনসিসি) ২০১৭ যত দ্রুতসম্ভব গেজেট আকারে প্রকাশ করে এর প্রয়োগ নিশ্চিত করার পাশাপাশি দেশের প্রতিটি স্থানে প্রতিবন্ধীদের অধিকার নিশ্চিত করার দাবি জানিয়েছেন বাংলাদেশ সোসাইটি ফর দ্য চেঞ্জ অ্যান্ড অ্যাডভোকেসি নেক্সাসের (বি-স্ক্যান) সাধারণ সম্পাদক সালমা মাহবুব।
রোববার (৬ অক্টোবর) রাজধানীর ব্র্যাক সেন্টার ইন মিলনায়তনে বি-স্ক্যান আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। শিক্ষা প্রতিষ্ঠানসহ জনসেবাদাতা গণস্থাপনায় প্রতিবন্ধী মানুষের প্রবেশগম্যতা বিশ্লেষণ ২০১৯ উপস্থাপন নিয়ে আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়।
প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের ‘গার্লস অ্যাডভোকেসি অ্যালায়েন্স’ প্রকল্পের কার্যক্রমের অংশ হিসেবে নিরীক্ষণ গবেষণাটি করা হয়।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ পাঠ করেন বি-স্ক্যান সাধারণ সম্পাদক সালমা মাহবুব। এ সময় তিনি বাংলাদেশে প্রতিবন্ধীদের সুযোগ-সুবিধা নিশ্চিত করার দাবি জানান কর্তৃপক্ষের প্রতি।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় মানবাধিকার কমিশনের (এনডিসি) চেয়ারপারসন নাছিমা বেগম। অনলাইনে ভিডিও কনফারেন্সে অংশ নিয়ে তিনি আলোচনা সভায় উপস্থিত সবার সঙ্গে কথা বলেন।
তিনি বলেন, ‘মানবাধিকার কমিশনের পক্ষ থেকে সার্বজনীন প্রবেশগম্যতা নিশ্চিতে সব ধরনের পদক্ষেপ নিতে হবে। এ ছাড়াও বিএনসিসি-২০১৭ অতি দ্রুত গেজেট আকারে প্রকাশ করে সবাইকে বিল্ডিং কোড মানতে বাধ্য করা দরকার।’
আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) যুগ্ম সম্পাদক স্থপতি ইকবাল হাবিব বলেন, ‘সার্বজনীন প্রবেশগম্যতা ঐচ্ছিক না বরং বাধ্যতামূলক করতে হবে। আজ আমরা আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে এই প্রবেশগম্যতা নিশ্চিত করতে না পারায়। প্রবেশগম্যতা বাস্তবায়ন সম্ভব করার জন্য শিক্ষা, জনস্বাস্থ্য, গণপূর্ত, স্থানীয় সরকার প্রকৌশলসহ সংশ্লিষ্ট অধিদফতর ও মন্ত্রণালয়গুলোকে জবাবদিহিতার মধ্যে আনতে হবে।’
আলোচনা সভায় বক্তব্য রাখেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব খালেদা আক্তার। তিনি আজকের আলোচনা থেকে পাওয়া সুপারিশ ও মতামত নিয়ে স্কুল ও কলেজগুলোতে প্রবেশগম্যতা নিশ্চিত করার কথা বলেন। এছাড়াও জাতীয় শিক্ষা নীতিমালা ২০১০-এর হালনাগাদে প্রবেশগম্যতা নিশ্চিত করার আশ্বাস দেন।
আলোচনা অনুষ্ঠানে সমাপনী বক্তব্যে বি-স্ক্যান সভাপতি সাবরিনা সুলতানা প্রতিবন্ধীদের সব ধরনের মৌলিক অধিকার নিশ্চিত করার দাবি জানান এবং সেগুলো দ্রুত বাস্তবায়নের কথা বলেন।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন পরিচালক এস কে হামিম হাসান, কল্যাণপুর বালিকা বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ শাহানাজ বেগম, জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমির (নায়েম) প্রশিক্ষক নাসরিন সুলতানা, উইম্যান উইথ ডিসব্যালিটিস ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক আশরাফুন নাহার মিষ্টি।
অনুষ্ঠানে সরকারি সংশ্লিষ্ট দায়িত্বশীল, প্রতিবন্ধী ব্যক্তি সংগঠন (ডিপিও), এনজিওকর্মী ও বিভিন্ন পেশাজীবীরা উপস্থিত ছিলেন।
ন্যাশনাল বিল্ডিং কোড বি-স্ক্যান বিল্ডিং কোড সার্বজনীন প্রবেশগম্যতা