জি কে শামীমকে এবার জিজ্ঞাসাবাদ করবে সিআইডি
৭ অক্টোবর ২০১৯ ১৯:৪৫ | আপডেট: ৭ অক্টোবর ২০১৯ ২০:১৩
ঢাকা: অবৈধ অস্ত্র ও বিপুল পরিমাণ টাকা রাখার অভিযোগের মামলায় যুবলীগ নেতা এস এম গোলাম কিবরিয়া শামীম ওরফে জি কে শামীমের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। একইসঙ্গে মানি লন্ডারিং আইনে দায়ের করা মামলায় তাকে পাঁচ দিন জিজ্ঞাসাবাদের অনুমতি পেয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
সোমবার (৭ অক্টোবর) ঢাকা মহানগর হাকিম সাদবীর ইয়াছির আহসান চৌধুরী সিআইডিকে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন। এর আগে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়নের (র্যাব) চার দিনের রিমান্ডে ছিলেন জি কে শামীম।
এর আগে, গত ২ অক্টোবর মানি লন্ডারিং আইনের মামলায় পাঁচ দিন ও অস্ত্র আইনের মামলায় চার দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
শামীমকে প্রথমে অস্ত্র আইনের মামলায় চার দিনের রিমান্ডে নেয় পুলিশ। এ মামলায় রিমান্ড শেষে আসামিকে আদালতে হাজির কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা র্যাব-১-এর উপপরির্দক (এসআই) শেখর চন্দ্র মল্লিক। অন্যদিকে সিআইডি ওই দিন শামীমকে রিমান্ডে নেওয়ার আবেদন করে। ওই দিন আসামিপক্ষের আইনজীবীরা জামিনের আবেদন করেন। রাষ্ট্রপক্ষ থেকে জামিনের বিরোধিতা করা হয়। শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে জি কে শামীমকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
গত ২০ সেপ্টেম্বর দুপুরে নিকেতনের নিজ বাসা থেকে শামীমকে আটক করে র্যাব। এরপর অস্ত্র ও মাদক আইনে দায়ের করা দুই মামলায় তাকে ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। শামীমের কাছ থেকে প্রায় ১৬৫ কোটি টাকার এফডিআর চেকসহ বিপুল পরিমাণ দেশি-বিদেশি টাকা জব্দ করা হয়েছে। শামীমের কাছে একটি অস্ত্রও পাওয়া গেছে।