Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রিমিয়ার ব্যাংকের সঙ্গে রায়ান্স আইটির চুক্তি স্বাক্ষর


৭ অক্টোবর ২০১৯ ১৮:০৭

ঢাকা: দি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড ও রায়ান্স আইটি লিমিটেড-এর মধ্যে সম্প্রতি একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ব্যাংকের প্রধান কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষর করা হয়।

প্রিমিয়ার ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল জব্বার চৌধুরী ও রায়ান্স আইটি লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক আহমেদ হাসান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন।

চুক্তি অনুযায়ী, প্রিমিয়ার ব্যাংকের ক্রেডিট কার্ড গ্রাহকরা রায়ান্স আইটি লিমিটেডের বিভিন্ন প্রোডাক্টে ১২ মাস পর্যন্ত জিরো পার্সেন্ট ইএমআই সুবিধা উপভোগ করতে পারবেন।

চুক্তি অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, প্রিমিয়ার ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এবং হেড অব কার্ড ডিভিশন মামুন রশিদ, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও হেড অব ব্র্যান্ড মার্কেটিং এবং কমিউনিকেশন মো. তারেক উদ্দিন; রায়ান্স আইটি লিমিটেড-এর চিফ ফিন্যান্স অফিসার মো. শাজেদুল করিম।

এছাড়া উভয় পক্ষের সিনিয়র কর্মকর্তারা সেখানে উপস্থিত ছিলেন।

প্রিমিয়ার ব্যাংক রায়ান্স আইটি