Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইউজিসির সিদ্ধান্তের প্রতিবাদে চবি বাংলা বিভাগের মানববন্ধন


৭ অক্টোবর ২০১৯ ১৭:১১

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ফোকলোর বিভাগের স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষার্থীদের বাংলা বিভাগের স্নাতক ও স্নাতকোত্তর হিসেবে বিবেচনা করতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন করেছেন বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থীরা।

সোমবার (৭ অক্টোবর) দুপুর বারোটার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় শিক্ষার্থীদের হাতে ‘ফোকলোর ও বাংলা বিভাগ এক নয়’, ‘ফোকলোরের সংযুক্তি মানি না, মানব না‘ ‘বাংলা’কে কেটে মারলে বাংলাদেশ কোথায় দাঁড়াবে?’, ‘ইউজিসি তুমি পথ হারাইয়াছো’ শীর্ষক লেখাসহ নানা প্ল্যাকার্ড দেখা যায়।

বিজ্ঞাপন

মানববন্ধনে বক্তারা বলেন, ফোকলোর আলাদা একটি বিভাগ। তাদের স্বতন্ত্র মর্যাদা দেওয়া হোক। আমরা ফোকলোর বিব্গের বারুদ্ধে নয়। বাংলা বিভাগের পাঠ্যক্রম অনেক বিস্তৃত। ফোকলোরও বাংলা বিভাগে পড়ানো হয়। কিন্তু ফোকলোর তো ছোট একটি বিভাগ। এটাকে বাংলার সঙ্গে জুড়ে দেওয়া আমরা মানি না। ফোকলোরের চাকরির বাজার নিশ্চিত না করেই বিভাগ করেছেন এটার দায়ভার বাংলা বিভাগ কেন নেবে।

মানববন্ধনে বাংলা বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র হাসান মেহেদীর সঞ্চালনায় বক্তব্য রাখেন বিভাগের মাস্টার্সের ছাত্র আলাউদ্দিন, চতুর্থ বর্ষের শহিদুল ইসলাম সবুজ, তৃতীয় বর্ষের জাকির হোসেন, দ্বিতীয় বর্ষের জাহিদ শিকদার, পপি সিদ্দিকী, মো. মহসিন, প্রথম বর্ষের আশরাফুল ইসলাম, জাহিদ হাসান মিহাদ, আজিমুজ্জামান ও ওয়াছিফুর রহমান শাফিন।

উল্লেখ্য, গত ৫ সেপ্টম্বর বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন ‘রাজশাহী বিশ্ববিদ্যালয়- এর ফোকলোর বিভাগের চাকুরির ক্ষেত্রে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনে অন্তর্ভুক্তিকরণ’ বিষয়টিকে সামনে নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফোকলোর বিভাগের স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষার্থীদের বাংলা বিভাগের স্নাতক ও স্নাতকোত্তর হিসেবে বিবেচনা করে।

বিজ্ঞাপন

বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন-এ অন্তর্ভুক্তি করে কোড বরাদ্দের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে বিশেষজ্ঞ মতামত দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর একটি অনুলিপি পাঠায়। এর প্রেক্ষিতে সারাদেশের বাংলা বিভাগের শিক্ষার্থীরা এ সিদ্ধান্তের প্রতিবাদ জানায়।

চবি ফোকলোর বাংলা বিভাগ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর