Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রাথমিক শিক্ষা অফিসে ঘুষ নেওয়ার সময় গ্রেফতার ২


৭ অক্টোবর ২০১৯ ১৬:৫৪

ঠাকুরগাঁও: ঘুষ নেওয়ার সময় ঠাকুরগাঁও জেলা প্রাথমিক শিক্ষা অফিসের এক কর্মকর্তা ও এক কর্মচারীকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এরা হলেন— সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার আনিসুর রহমান ও অফিস সহকারী জুলফিকার আলী।

সোমবার (৭ অক্টোবর) সকালে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ঘুষ হিসেবে নেওয়া ৫০ হাজার টাকাও জব্দ করে দুদক। অভিযানে নেতৃত্ব দেন দুদকের উপপরিচালক আবু হেনা আশিকুর রহমান।

বিজ্ঞাপন

সংস্থাটির উপসহকারী পরিচালক মোহাম্মদ জিন্নাতুন ইসলাম তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেফতার দু’জনকে ঠাকুরগাঁও সদর থানায় হস্তান্তর করা হয়েছে। এরপরে আনিসুর রহমানের বাড়িতেও তল্লাশি চালানো হয়।

ঘুষ

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর