কোষে অক্সিজেন নিয়ে গবেষণায় নোবেল জিতলেন ৩ বিজ্ঞানী
৭ অক্টোবর ২০১৯ ১৫:৪০ | আপডেট: ৭ অক্টোবর ২০১৯ ২২:০৯
কোষে অক্সিজেনের সরবরাহ নিয়ে গবেষণার জন্য এবছর যৌথভাবে নোবেল জিতেছেন তিন গবেষক। তারা হলেন, উইলিয়াম জি. কেইলেন, স্যার পেটার জে রেটক্লিফ ও গ্রেগ এল সেমনেজা। তাদের মধ্যে কেইলেন ও সেমনেজা যুক্তরাষ্ট্রের নাগরিক আর রেটক্লিফ যুক্তরাজ্যের। খবর দ্য গার্ডিয়ানের।
সোমবার (৭ অক্টোবর) স্টকহোমের ক্যারোলিনস্কা ইনস্টিটিউটে দেওয়া এক ঘোষণা এ তথ্য জানায় নোবেল কমিটি।
চিকিৎসাবিজ্ঞানে তাদের অবদানের কথা উল্লেখ করে নোবেল কমিটি বিবৃতিতে বলে, একটি প্রচলিত বিষয় আমরা জানি বেঁচে থাকার জন্য অক্সিজেনের কোনো বিকল্প নেই। কিন্তু অক্সিজেন সরবরাহ হঠাৎ বেড়ে বা কমে গেলে কোষ কি করে তা খাপ খাওয়ায় তা ছিল কিছুটা রহস্যজনক।
কমিটির মতে, এই তিন বিজ্ঞানী এ বিষয়ে গুরুত্বপূর্ণ কাজ করেছেন। গর্ভধারণ থেকে শুরু করে অতি উচ্চতায় অবস্থান পরিস্থিতি এমনকি ক্যানসার চিকিৎসা এই বিষয়ের সঙ্গে সম্পর্কিত।
পুরস্কার হিসেবে এই তিন বিজয়ী যৌথভাবে পাবেন প্রায় ১০ লাখ মার্কিন ডলারের বেশি অর্থ।
চিকিৎসাবিদ্যায় এর আগে মোট ২১৬ জনকে নোবেল সম্মাননায় ভূষিত করা হয়। ক্যানসারের চিকিৎসায় নতুন পদ্ধতি ব্যবহার করায় ২০১৮ সালে নোবেল জিতেছিলেন মার্কিন গবেষক জেমস পি অ্যালিসন এবং জাপানের তাসুকু হোনজো।