Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আবরার হত্যাকাণ্ডে ছাত্রলীগের তদন্ত কমিটি


৭ অক্টোবর ২০১৯ ১৪:৫২ | আপডেট: ৭ অক্টোবর ২০১৯ ২২:১২

ঢাকা: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদকে (২১) পিটিয়ে হত্যার ঘটনায় দুই সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ ছাত্রলীগ। আগামী ২৪ ঘণ্টার মধ্যে এই কমিটি প্রতিবেদন দেবে।

সোমবার (৭ অক্টোবর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে একথা জানান ছাত্রলীগ সভাপতি আল নাহিয়ান খান জয়।

জয় আরও বলেন, আবরার ফাহাদ হত্যার ঘটনায় ছাত্রলীগের কারও বিন্দুমাত্র সম্পৃক্ততা থাকলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

গঠিত তদন্ত কমিটির সদস্যরা হলেন, কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি ইয়াজ আল রিয়াদ ও সাহিত্য সম্পাদক আসিফ তালুকদার।

বুয়েট ছাত্রকে পিটিয়ে হত্যা, ২ ছাত্রলীগ নেতা আটক

এর আগে, সোমবার (৭ অক্টোবর) ভোর চারটার দিকে বুয়েটের শেরেবাংলা হলের উত্তর ব্লকের ২য় তলার সিঁড়ি থেকে আবরারের মরদেহ উদ্ধার করা হয়। অভিযোগ রয়েছে শিবির তকমা দিয়ে আরবারকে পিটিয়ে হত্যা করেছে বুয়েট ছাত্রলীগের সদস্যরা। এই ঘটনায় বুয়েট শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাসেল ও যুগ্ম সাধারণ সম্পাদক ফুয়াদকে আটক করা হয়েছে।

আরও পড়ুন:-

ছাত্রলীগ নেতার রুমে জেরা, সিঁড়িতে লাশ

 

আবরার হত্যাকাণ্ড টপ নিউজ বুয়েট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর