Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘দেশের একজন মানুষও আবাসহীন থাকবে না’


৭ অক্টোবর ২০১৯ ১৪:২৩

ঢাকা: জনগণের সাংবিধানিক অধিকার ‘বাসস্থান’র জন্য সরকার কাজ করছে জানিয়ে গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, ‘আবাসন সুবিধা নিশ্চিত করতে শুধু মধ্যবিত্ত কিংবা নিম্নবিত্ত নয়, যারা ভাসমান বস্তিবাসী তাদের জন্যও সরকার বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছে। দেশের একজন মানুষও আবাসহীন থাকবে না- এটা সরকারের অঙ্গীকার।

সোমবার (৭ অক্টোবর) সকালে ঢাকা ক্লাবের সামনে ‘বিশ্ব বসতি দিবস-২০১৯’ উপলক্ষে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত বর্ণাঢ্য র‌্যালি উদ্বোধনের সময় তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন

গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম বলেন, ‘বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশ বিশ্ব বসতি দিবস উদযাপন করছে। এবারের প্রতিপাদ্য- অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে বর্জ্যকে সম্পদে পরিণত করে সেটাকে কাজে লাগানো। শেখ হাসিনার সরকার মনে করে সকলের জন্য আবাসন, কেউ থাকবে না গৃহহীন। এটি ছিল বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচনী অঙ্গীকার। এ অঙ্গীকার বাস্তবায়নের জন্য সরকার কাজ করে চলেছে। দেশের বিত্তবান, মধ্যবিত্ত, নিম্ন-মধ্যবিত্ত, এমনকি যাদের কোনো কিছু নেই অর্থাৎ যারা ভাসমান বস্তিবাসী তাদের জন্যও সরকার বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছে। একজন মানুষও দেশে আবাসহীন থাকবে না। ’

মন্ত্রী আরও বলেন, ‘আমাদের প্রকল্পের অন্যতম লক্ষ্য হচ্ছে বাসযোগ্য, পরিবেশসম্মত আধুনিক আবাসন ব্যবস্থা নিশ্চিত করা। ঢাকা শহর থেকে গ্রাম পর্যায়ে এবং ‘আমার গ্রাম-আমার শহর’ ধারণাকে কার্যকর করে নাগরিক সুবিধা সকল মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমরা কাজ করছি। পৃথিবীকে বাসযোগ্য, পরিবেশসম্মত ও সমৃদ্ধ আধুনিক বিশ্বে পরিণত করার যে পরিকল্পনা তার রোল মডেল বাংলাদেশ।’

বিজ্ঞাপন

শ ম রেজাউল করিম বলেন, ‘সকলের জন্য পরিবেশসম্মতভাবে আবাসন নিশ্চিত করার ক্ষেত্রে শেখ হাসিনা সরকার সারাবিশ্বে রোল মডেল হবে। সারা দুনিয়ায় যেমন নেতৃত্ব প্রতিষ্ঠা করেছেন শেখ হাসিনা, এক্ষেত্রেও তাঁর নেতৃত্ব থেকে সারাবিশ্ব শিক্ষা নেবে।’

র‌্যালির সমাপনী বক্তব্যে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের বলেন, মন্ত্রণালয়াধীন সকল আবাসন প্রকল্পে আমরা আধুনিক বর্জ্য ব্যবস্থাপনার সংস্থান রাখব। এ লক্ষ্যে ইতোমেধ্যে আমরা কার্যক্রম শুরু করেছি।

র‌্যালিতে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. শহীদ উল্লা খন্দকারসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়াধীন সব দপ্তর ও সংস্থার কর্মকর্তা-কর্মচারী, কোয়ালিশন ফর দ্যা আরবান পুওর (কাপ) এর সদস্য এবং রিহ্যাবের সদস্যসহ আবাসন সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার সদস্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, সকলের জন্য আবাসন নিশ্চিতকরাসহ বাসযোগ্য ও নিরাপদ আবাসস্থলের বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ১৯৮৬ সাল থেকে সারাবিশ্বে অক্টোবর মাসের প্রথম সোমবার জাতিসংঘ ঘোষিত বিশ্ব বসতি দিবস উদযাপিত হয়ে আসছে।

আবাসহীন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী বিশ্ব পরিবেশ দিবস শ ম রেজাউল করিম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর