Saturday 11 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘ভিন্ন মতের কাউকে মেরে ফেলার অধিকার কারও নেই’


৭ অক্টোবর ২০১৯ ১৩:২৬ | আপডেট: ৭ অক্টোবর ২০১৯ ১৩:৪২

ফাইল ছবি

ঢাকা: ভিন্ন মতের জন্য একজন মানুষকে মেরে ফেলার কোনো অধিকার কারও নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সোমবার (৭ অক্টোবর) দুপুরে সচিবালয়ে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ের সময় তিনি এ কথা বলেন।

রোববার (৬ অক্টোবর) রাতে বুয়েট শিক্ষার্থী আবরার হত্যাকাণ্ডে ছাত্রলীগের সম্পৃক্ততা নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘আমি বিষয়টি নিয়ে আইজির সঙ্গে কথা বলেছি। আমি তাকে বলেছি, বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রী আলাপ করতে পারেন। আমি যেটা বুঝি, ভিন্ন মতের জন্য একজন মানুষকে মেরে ফেলার কোনো অধিকার কারও নেই। কাজেই এখানে আইন তার নিজস্ব গতিতে চলবে। তদন্ত চলছে; তদন্তে যারাই দোষী প্রমাণিত হবে, তাদের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে।’

তিনি আরও বলেন, ‘অপরাধীর বিষয়ে আইন নিজস্ব গতিতে চলবে। ভারত সফরে দেশ বিক্রি করে দেওয়া হয়েছে বিএনপি এমনটাও বলে বলছে- তাই বলে কি বিএনপিকে আমরা মেরে ফেলব? এখানে কোন আবেগ আর হুজুগে কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তাদের অবশ্যই খুঁজে বের করা হবে।’

উল্লেখ্য, বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে ছাত্রলীগের বিরুদ্ধে। এরই মধ্যে ছাত্রলীগের দুই নেতাকে আটক করেছে আইন শৃঙ্খলারক্ষাকারী বাহিনী। সম্প্রতি বাংলাদেশ-ভারতের মধ্যে হওয়া চুক্তি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দেওয়াকে কেন্দ্র করে ‘শিবির’ আখ্যা দিয়ে পিটিয়ে আবরারকে হত্যা করে ছাত্রলীগের নেতাকর্মীরা।

ওবায়দুল কাদের ভিন্ন মত হত্যার অধিকার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর