নারায়ণগঞ্জের ফতুল্লায় ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা
৭ অক্টোবর ২০১৯ ১২:১৯
নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের ফতুল্লায় মাহবুবুল রহমান বাবলু নামে এক ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (৭ অক্টোবর) ভোরে হাজীগঞ্জ বাজার এলাকায় এই ঘটনা ঘটে।
বাবলুর মামা অ্যাডভোকেট মজিদ খন্দকার বলেন, বাবলুর জেনারেটরের ব্যবসা রয়েছে। সে নিজেও জেনারেটর মেকানিক। দীর্ঘদিন ধরে তল্লা এলাকার সন্ত্রাসীরা তার কাছ চাঁদা দাবি করে আসছিল। তারা বাবলুর ব্যবসা দখল করবে বলেও হুমকি দেয়।
এদিন ভোরে চা খেতে বাজারে গেলে সাত থেকে আটজন সন্ত্রাসী বাবলুর ওপর হামলা চালায়। তাকে পিটিয়ে আহত করে রাস্তায় ফেলে যায়। স্থানীয়রা উদ্ধার করে খানপুর ৩শ’ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বাবলুকে মৃত ঘোষণা করেন— বলেন মজিদ খন্দকার।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন বলেন, এ ঘটনায় রাকিব নামে একজনকে আটক করা হয়েছে। মামলা দায়ের হলে তাকে গ্রেফতার দেখানো হবে। ময়নাতদন্তের জন্য মরদেহ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।