Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দেশে সাম্প্রদায়িক বিভাজন তৈরির চেষ্টা চলছে: গোলাম দস্তগীর গাজী


৬ অক্টোবর ২০১৯ ২১:৩৭

নারায়ণগঞ্জ: বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক বলেছেন, দেশে পরিকল্পিতভাবে সাম্প্রদায়িক বিভাজন তৈরির চেষ্টা চলছে। জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে ’৭১ সালের মতো সবাই মিলে রুখে দাঁড়াতে হবে।

হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রোববার (৬ অক্টোবর) সন্ধ্যায় নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপগঞ্জ সদর ইউনিয়নের বিভিন্ন এলাকার ৮টি পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

পূজা মণ্ডপগুলো হলো— রূপগঞ্জ শ্রী শ্রী গোপাল জিউর দুর্গা মন্দির, ইছাপুরা শম্ভুচাঁন দুর্গা মন্দির, সনি জেলেপাড়া দুর্গা মন্দির, কেয়ারিয়া উত্তর সার্বজনীন দুর্গা মন্দির, কেয়ারিয়া দক্ষিণপাড়া রাধাকান্ত সরকার বাড়ি দুর্গা মন্দির, কেয়ারিয়া শুকলাল বাড়ি দুর্গা মন্দির, কেয়ারিয়া উত্তরপাড়া কালীবাড়ি দুর্গা মন্দির ও কেয়ারিয়া লাল চাঁন বাড়ি দুর্গা মন্দির।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারণেই দেশে সব ধর্মের মানুষ শান্তিতে তাদের ধর্মীয় উৎসব পালন করতে পারছে উল্লেখ করে পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বের কারণেই সনাতন ধর্মাবলম্বীরা নিরাপদে তাদের ধর্মীয় উৎসব পালন করতে পারছে। কোনো অশুভ শক্তি যাতে দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে না পারে সেদিকে সবাইকে সজাগ দৃষ্টি রাখতে হবে।

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত উল্লেখ করে তিনি বলেন, বিএনপি-জামায়াত সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে দেশে জঙ্গিবাদ উস্কে দিচ্ছে। কিন্তু বর্তমান আওয়ামী লীগ সরকারের যথাযথ পদক্ষেপ গ্রহণের ফলে এ দেশে প্রতিটি সম্প্রদায়ের মানুষ সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে স্ব স্ব ধর্মীয় অনুষ্ঠান পালনসহ অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে বসবাস করছে। দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি সমুন্নত রাখতে সরকার বদ্ধপরিকর।

বিজ্ঞাপন

এ সময় আরও উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা, রূপগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মশিউর রহমান তারেক, উপজেলা যুবলীগের সভাপতি কামরুল হাসান তুহিন, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শাহীন, আওয়ামী লীগ নেতা ওবায়দুল মজিদ জুয়েল, রূপগঞ্জ ইউনিয়ন যুবলীগের সভাপতি মুশফিকুর রহমান রিপন, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি ফয়াল আলম সিকদার, সাধারণ সম্পাদক শেখ ফরিদ মাসুমসহ অনেকে।

সাম্প্রদায়িকতা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর