Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রিয়াঙ্কার টুইট, ‘হাসিনা আমার অনুপ্রেরণা’


৬ অক্টোবর ২০১৯ ১৮:৩৫ | আপডেট: ৬ অক্টোবর ২০১৯ ১৯:০৪

ঢাকা: ভারতে সফররত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা হয়েছে ভারতীয় কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রর। এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর মমতায় বুকে জড়িয়ে ধরেন প্রিয়াঙ্কা গান্ধীকে। প্রিয়াঙ্কা এই আলিঙ্গনকে ‘ওভারডিউ’ বলে উল্লেখ করেছেন।

রোববার (৬ অক্টোবর) ভারতের নয়া দিল্লিতে শেখ হাসিনার সঙ্গে ওই সাক্ষাতের পর একটি ছবি টুইট করেন প্রিয়াঙ্কা গান্ধী।

বিজ্ঞাপন

টুইট নোটে তিনি লিখেছেন, ‘শেখ হাসিনা জি’র কাছে থেকে ওভারডিউ আলিঙ্গনটি পেলাম। তার সঙ্গে দেখা করার জন্য আমি দীর্ঘদিন ধরে অপেক্ষা করেছি। ব্যক্তিগত গভীর শোক কাটিয়ে আত্মবিশ্বাস নিয়ে কাজ করে যাওয়ার যে শক্তি, সাহস ও প্রচেষ্টা তার মধ্যে রয়েছে তা সব সময় আমার জন্য বিশাল অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।’

চারদিনের ভারত সফরের শেষ দিনে রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনা কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর সঙ্গে দেখা করেন। দলের অপর নেতা মনমোহন সিং ও আনন্দ শর্মাসহ একাধিক নেতা এ সময় উপস্থিত ছিলেন। সেখানেই দেখা হয় প্রিয়াঙ্কা গান্ধীর সঙ্গেও। অপর একটি ছবিতে দেখা যায়, শেখ হাসিনা ও সোনিয়া গান্ধী হাতে হাত ধরে এগিয়ে যাচ্ছেন।

ভারতীয় সংবাদ সংস্থা এএনআই’র খবরে বলা হয়েছে, প্রায় আধাঘণ্টার বৈঠকে দুই নেত্রী বাংলাদেশ-ভারতের মধ্যে বিভিন্ন দ্বিপাক্ষীক চুক্তি নিয়েও আলোচনা করেন। বৈঠকে ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন।

 

অনুপ্রেরণা টপ নিউজ প্রিয়াঙ্কা গান্ধী ভারত সফর শেখ হাসিনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর