Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্পিকারের জন্মদিনে পার্লামেন্ট মেম্বার্স ক্লাবের শুভেচ্ছা


৬ অক্টোবর ২০১৯ ১৭:০২

ঢাকা: বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপির ৫৩তম জন্মদিন আজ (৬ অক্টোবর)। এ উপলক্ষে তাঁর বাসভবনে পার্লামেন্ট মেম্বার্স ক্লাবের সভাপতি জাতীয় সংসদের চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এমপির নেতৃত্বে ক্লাবের সদস্যরা তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

এ সময় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও পার্লামেন্ট মেম্বার্স ক্লাবের সাধারণ সম্পাদক এ বি তাজুল ইসলাম এমপি উপস্থিত ছিলেন। এছাড়া সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খানের নেতৃত্বে সর্বস্তরের কর্মচারীরা কেক কেটে স্পিকারকে জন্মদিনের শুভেচ্ছা জানান।

বিজ্ঞাপন

এদিকে জাতীয় সংসদের স্পিকারের কার্যালয় ও জাতীয় সংসদ সচিবালয়ে কর্মরত গণপূর্ত অধিদপ্তরের কর্মচারীরা এবং সংসদ আবাসিক কমপ্লেক্স অ্যাসোসিয়েশনের নেতারাও ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন ড. শিরীন শারমিন চৌধুরীকে।

জন্মদিন ড. শিরীন শারমিন চৌধুরী স্পিকার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর