ক্যাসিনোবিরোধী অভিযান শুরুর পরই আত্মগোপনে যায় সম্রাট
৬ অক্টোবর ২০১৯ ১৬:০০
ঢাকা: র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) ক্যাসিনোবিরোধী অভিযান শুরুর পরপরই যুবলীগ ঢাকা মহানগর দক্ষিণের বহিষ্কৃত সভাপতি ইসমাইল হোসেন সম্রাট আত্মগোপনে চলে যায়। এমনকি শেষ পর্যন্ত ভারতে পালিয়ে যাওয়ারও সব বন্দোবস্ত করে ফেলে। তবে র্যাবের গোয়েন্দা নজরদারি অব্যাহত থাকায় সম্রাট ও তার সহযোগী আরমানকে আটক করা সম্ভব হয়েছে।
রোববার (৬ অক্টোবর) দুপুরে র্যাব সদর দফতরে এক সংবাদ সম্মেলনে র্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ সাংবাদিকদের এসব তথ্য জানান।
তিনি বলেন, ‘আমরা গত ১৮ সেপ্টেম্বর মতিঝিলে অভিযান শুরু করলে সম্রাট আত্মগোপনে চলে যায়। এর এক থেকে দুই দিনের মধ্যেই ঢাকা ছাড়ে সে।’
এক প্রশ্নের জবাবে র্যাব মহাপরিচালক বলেন, ‘আটক এড়াতে সম্রাট যে পন্থাগুলো অবলম্বন করেছে তা বলতে চাই না। কুমিল্লায় কেন এবং কীভাবে গেলো সেটাও বলতে চাই না। সবকিছু গণমাধ্যমে আসলে পরবর্তী সময়ে সমস্যা হয়। আমরা রাষ্ট্রের প্রয়োজনে কাউকে গ্রেফতারের সিদ্ধান্ত নিতে চাইলে অপরাধীরা তখন কৌশলগুলো অবলম্বন করবে। এজন্য কৌশল না বলাই ভালো।’
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশক্রমে যে অভিযান চলছে তাতে একদিনের সুফল আসবে না। দেশবাসী দীর্ঘদিন এর সুফল ভোগ করবে। সবাইকে বোকা বানিয়ে কেউ একজন রাজা হয়ে যাবে, তা তো হতে পারে না। এমন ব্যবস্থা নিতে হবে যাতে তাকে দেখে আর কেউ অপরাধে লিপ্ত হতে সাহস না পায়।’