বেড়াতে গিয়ে বজ্রপাতে একই পরিবারের চারজনের মৃত্যু
৬ অক্টোবর ২০১৯ ১৫:৪৩
চাঁদপুর: কুমিল্লা থেকে চাঁদপুরে বেড়াতে গিয়ে বজ্রপাতে একই পরিবারের চারজনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে দুইজন নারী ও দুই শিশু রয়েছে। এরা হলেন— অহিদা বেগম (৬০), রেহেনা বেগম (৩২), তার সন্তান সাব্বির ও সামিয়া।
তাদের বাড়ি কুমিল্লার চান্দিনা উপজেলায়। রেহানা বেগমের দুই সন্তান কুমিল্লার একটি বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণিতে পড়তো। রোববার (৬ অক্টোবর) দুপুর দেড়টার দিকে চাঁদপুরে তিন নদীর মিলনস্থল বড়স্টেশন মোলহেড এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
অহিদার বেগমের মেয়ে শাহিদা জানান, তার মা পরিবারের আরও তিনজনকে নিয়ে চাঁদপুরের তিন নদীর মিলনস্থল বড়স্টেশন মোলহেড এলাকায় বেড়াতে গিয়েছিলেন। হঠাৎ বজ্রপাতে গুরুতর আহত হলে স্থানীয়রা তাদের উদ্ধার করে চাঁদপুর ২৫০ শয্যার সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তৃব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. সুজাউদ্দৌলা রুবেল সারাবাংলাকে বলেন, মৃত অবস্থায় তাদের হাসপাতালে আনা হয়েছিল। স্থানীয়রা জানিয়েছেন, তারা বজ্রপাতে আহত হয়েছেন। তাদের শরীরের বিভিন্ন অংশে ঝলসানোর দাগ রয়েছে।