চট্টগ্রামে ডেঙ্গুতে তরুণীর মৃত্যু
৬ অক্টোবর ২০১৯ ০০:০১ | আপডেট: ৬ অক্টোবর ২০১৯ ০০:০৪
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় এক তরুণীর মৃত্যু হয়েছে। তার নাম সুমি বৈদ্য (১৯)।
মৃত সুমি বৈদ্য নগরীর ফয়’সলেক এলাকার সুনীল বৈদ্যের মেয়ে। তিনি স্থানীয় একটি কলেজ থেকে এ বছর উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেছেন।
শনিবার (৫ অক্টোবর) সন্ধ্যা ৭ টা ৫৭ মিনিটে চট্টগ্রাম নগরীর মেহেদিবাগে বেসরকারি ন্যাশনাল হাসপাতালে তার মৃত্যু হয়। হাসপাতালের আইসিইউ বিভাগের তত্ত্বাবধায়ক প্রদীপ বড়ুয়া এ কথা নিশ্চিত করেছেন।
জানা যায়, গত ৩০ সেপ্টেম্বর জ্বরে আক্রান্ত সুমিকে বেসরকারি ইউএসটিসি হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার (০৩ অক্টোবর) তাকে বাসায় নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হলে শুক্রবার দুপুর ১ টার দিকে তাকে নগরীর ও আর নিজাম রোডের মেডিকেল সেন্টারে নেওয়া হয়। সেখানে অপারগতা প্রকাশের পর তাকে ন্যাশনাল হাসপাতালে নেওয়া হয়।
ন্যাশনাল হাসপাতালের আইসিইউ বিভাগের তত্ত্বাবধায়ক প্রদীপ বড়ুয়া সারাবাংলাকে বলেন, আশঙ্কাজনক অবস্থায় সুমি বৈদ্য আমাদের হাসপাতালে ভর্তি হয়েছিলেন। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।