Saturday 11 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টেগোর পিস অ্যাওয়ার্ড পেলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা


৫ অক্টোবর ২০১৯ ১৯:৫৭ | আপডেট: ৫ অক্টোবর ২০১৯ ২১:২১

ঢাকা: দুর্নীতি ও দারিদ্র্য বিমোচনে অবদান রাখায় ভারতের রাজধানী নয়া দিল্লিতে টেগোর পিস অ্যাওয়ার্ড পেলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ভারত সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে শনিবার (৫ অক্টোবর) এ পুরস্কার তুলে দেওয়া হয়। দ্য এশিয়াটিক সোসাইটির পক্ষ থেকে শেখ হাসিনাকে এই পুরস্কারে ভূষিত করা হয়। প্রতিষ্ঠানটির সভাপতি অধ্যাপক ইশা মোহাম্মদ এ পুরস্কার তুলে দেন।

টেগোর পিস অ্যাওয়ার্ড হচ্ছে সাংস্কৃতিক সম্প্রীতির জন্য নোবেল বিজয়ী রবীন্দ্রনাথ ঠাকুরের দেড়শতম জন্মবার্ষিকীর স্মরণে দেওয়া একটি পুরস্কার।

২০১২ সালে দ্য এশিয়াটিক সোসাইটি এই পুরস্কার প্রবর্তন করে। ওই বছর প্রথম টেগোর পিস অ্যাওয়ার্ড পান ভারতের আধ্যাত্মিক নেতা রবি শঙ্কর। এর পরের বছর পুরস্কার পান ভারতের জুবিন মেহতা।

টপ নিউজ ঠাকুর শান্তি পুরস্কার দ্য এশিয়াটিক সোসাইটি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত শেখ হাসিনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর