Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইসলামী ব্যাংকে বিআরটিএ ট্যাক্সেস-ফিস কালেকশন প্রসিডিউর কর্মশালা


৫ অক্টোবর ২০১৯ ১৯:২৪

ঢাকা: ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের উদ্যোগে ‘বিআরটিএ ট্যাক্সেস অ্যান্ড ফিস কালেকশন প্রসিডিউর’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৫ অক্টোবর) ইসলামী ব্যাংক টাওয়ারে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মো. মাহবুব উল আলম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর ও ক্যামেলকো আবু রেজা মো. ইয়াহিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন- বিজনেস প্রমোশন ও মার্কেটিং ডিভিশনপ্রধান মো. মিজানুর রহমান ভুঁইয়া, আগারগাঁও শাখা প্রধান মাহমুদা সুলতানা এবং কম্পিউটার নেটওয়ার্ক সিস্টেম লিমিটেডের (সিএনএস) রিসোর্স পারসন ও অপারেশন ম্যানেজার মোহাম্মদ মনিরুজ্জামান।
ব্যাংকের ১৬ টি জোন ও ৬১টি শাখার কর্মকর্তারা কর্মশালায় অংশগ্রহণ করেন।

বিজ্ঞাপন

প্রধান অতিথির ভাষণে মো. মাহবুব উল আলম বলেন, ‘দেশের গন্ডি পেরিয়ে ইসলামী ব্যাংক বিশ্বের সকল শ্রেষ্ঠ স্বীকৃতি অর্জন করে চলেছে। ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের পরিপালন সংস্কৃতি বিশ্ব দরবারে মডেল হিসেবে কাজ করছে।’ ব্যাংকের প্রযুক্তিসমৃদ্ধ সেবাকে স্বল্পতম সময়ে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিয়ে দেশের সামগ্রিক অগ্রযাত্রাকে এগিয়ে নিতে তিনি কর্মকর্তাদের নির্দেশ দেন।

সভাপতির ভাষণে আবু রেজা মো. ইয়াহিয়া বলেন, ‘ইসলামী ব্যাংক দেশের জনগণের আস্থা ও ভালোবাসার প্রতীকে পরিণত হয়েছে। আর্থিক সেবা ও জনগণের প্রত্যাশা পূরণে নতুন উদ্ভাবনের মাধ্যমে ব্যাংকিং সেবাকে আরও সমৃদ্ধ করতে কর্মকর্তাদের আহ্বান জানান তিনি।’ জাতীয় সেবাগুলোর সঙ্গে ব্যাংকের সম্পৃক্ততার মাধ্যমে ইসলামী ব্যাংক নাগরিক জীবনকে সহজ করছে বলেও জানান তিনি।

বিজ্ঞাপন

সারাবাংলা/এমও

ইসলামী ব্যাংক কর্মশালা

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর