Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সোনার বাংলা গড়তে মানসম্মত শিক্ষার বিকল্প নেই: দস্তগীর গাজী


৫ অক্টোবর ২০১৯ ১৬:৫১ | আপডেট: ৫ অক্টোবর ২০১৯ ১৬:৫২

নারায়ণগঞ্জ: বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক বলেছেন, মানসম্মত শিক্ষা আওয়ামী লীগ সরকারের প্রত্যাশা। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে মানসম্মত শিক্ষার বিকল্প নেই।

শনিবার (৫ অক্টোবর) বিকেলে নারায়ণগ‌ঞ্জের রূপগঞ্জ উপজেলার গাজী অডিটোরিয়ামে রূপগঞ্জ উপজেলা কিন্ডারগার্টেন ও শিক্ষা উন্নয়ন সমিতির উদ্যোগে বৃত্তিপ্রাপ্ত ছাত্রছাত্রীদের সংবর্ধনা, সনদপত্র প্রদান ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক আরও বলেন, ‘বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার। শিক্ষাকে সবার কাছে পৌঁছে দিতে সরকার কাজ করে যাচ্ছে। জাতি শিক্ষিত হলে দেশ আরও উন্নত হবে।’

বস্ত্র ও পাটমন্ত্রী বলেন, ‘বর্তমান সরকার বিনামূল্যে শিক্ষার্থীদের মাঝে বছরের প্রথমদিনই বই তুলে দিচ্ছে। দরিদ্র শিক্ষার্থীদের উপবৃত্তি দেওয়ার ব্যবস্থা করেছে।’

অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা আওয়ামী মহিলা লীগের সভাপতি ও তারাবো পৌরসভার মেয়র হাছিনা গাজী। উদ্বোধকের বক্তব্যে মেয়র হাছিনা গাজী বলেন, ‘আওয়ামী লীগ সরকারের আমলেই দে‌শের শিক্ষা ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন ঘটেছে। অতীতে কোনো সরকারের আমলে দেশের শিক্ষাখাতে উন্নয়ন হয়নি।’

রূপগঞ্জ উপজেলা কিন্ডারগার্টেন ও শিক্ষা উন্নয়ন সমিতির সভাপতি আল আমিন ভূঁইয়া দুলালের সভাপতিত্বে ও নারায়ণগঞ্জ জেলা প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি আব্দুর রহিম মাস্টারের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহরিয়ার পান্না সোহেল, উপজেলা কিন্ডারগার্টেন ও শিক্ষা উন্নয়ন সমিতির সাধারণ সম্পাদক মনিরুল হক ভুঁইয়া মনির, আলহাজ হানিফ সাউদসহ অনেকে।

বিজ্ঞাপন

দস্তগীর গাজী নারায়ণগঞ্জ শিক্ষা

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর