Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাইকারি বাজারে দাম নিম্নমুখী, খুচরা বাজারে প্রভাব কম


৫ অক্টোবর ২০১৯ ১৬:৩৬

ঢাকা: ভারতের রফতানি বন্ধের ঘোষণায় বেশ কিছুদিন বাজারে লাফিয়ে বেড়েছে পেঁয়াজের দাম। তবে দুয়েকদিন ধরে পাইকারি বাজারে পণ্যটির দাম কমতে শুরু করলেও খুচরা বাজারে এর খুব একটা প্রভাব নেই। এখনও বেশিরভাগ খুচরা দোকানে পেঁয়াজ ৯০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। আবার কোনো কোনো জায়গায় একশ টাকা কেজিতেও বিক্রি হতে দেখা গেছে।

শনিবার (৫ অক্টোবর) কয়েকটি বাজার ঘুরে এবং ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলে এ সব তথ্য জানা গেছে। কারওয়ান বাজারের বর্তমানে প্রতিকেজি দেশি পেঁয়াজ ৫ টাকা কমে ৮০ টাকায় বিক্রি হচ্ছে। আর শ্যামবাজারে একই পেঁয়াজ বিক্রি হচ্ছে ৬০ থেকে ৬৫ টাকায়৷পাইকারি বাজারে ভারতীয় পেঁয়াজও কেজিতে অন্তত ১০ টাকা কমে ৬৪ থেকে ৬৬ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। তবে খুচরা বাজারে সেই অর্থে পেঁয়াজের দামে তেমন প্রভাব পড়েনি।

বিজ্ঞাপন

কারওয়ান বাজারের পাইকারি বিক্রেতা আশসাফ বলেন, ‘দেশি পেঁয়াজের দাম গতকালের চেয়ে ৫ টাকা কমেছে। আজ প্রতিকেজি পেঁয়াজ ৮০ টাকায় বিক্রি করছি।’ সরবরাহ বাড়ায় পণ্যটির দাম কমেছে বলে জানান তিনি।

আব্দুল খালেক নামের আরেক পাইকারি বিক্রেতা বলেন, ‘মোকাম থেকে কম দামে কিনতে পারায় পেঁয়াজের দাম কমতির দিকে। বাজার দেখে মনে হয়, দাম আরও কমতে পারে।’

বিক্রেতা আলাউদ্দিন বলেন, ‘সরকার বাইরে থেকে পেঁয়াজ আমদানি করার কারণে বাজার একটু নিয়ন্ত্রণে আছে। শ্যামবাজার ও কাওরান বাজারের পেঁয়াজের দামে পার্থক্য রয়েছে। কারওয়ান বাজারে দাম একটু বেশি।’

শ্যামবাজারের রুনা বাণিজ্যালয়ের মালিক মোহাম্মদ ইলিয়াস সারাবাংলাকে বলেন, ‘পেঁয়াজের দাম এখন অনেক কমে গেছে। দেশি পেঁয়াজ ৬০ থেকে ৬৫ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। মোকামে ভারতীয় পেঁয়াজ নেই। মিয়ানমারের পেঁয়াজ ৪০ থেকে ৪৫ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।’

বিজ্ঞাপন

এর আগে বুধবার কারওয়ান বাজারের পাইকারি বাজারে দেশি পেঁয়াজ ১০০ টাকা কেজিতে হয়। শুক্রবার তা কমে ৮০ থেকে ৮৫ টাকা কেজিতে বিক্রি হতে দেখা গেছে। আর ভারতীয় পেঁয়াজ বুধবার সর্বোচ্চ ৮৪ টাকা কেজিতে বিক্রি হলেও শুক্রবার বেশিরভাগ দোকানে ৭৪ টাকা কেজিতে বিক্রি হতে দেখা যায়৷এছাড়া কারওয়ান বাজারে মিশরের পেঁয়াজও ৭০ টাকা কেজিতে বিক্রি হতে দেখা গেছে৷

এদিকে মহাখালীর বউবাজারে দেশি পেঁয়াজ ৮০ টাকা থেকে ৯০ টাকায় বিক্রি হতে দেখা গেছে। সেখানে ভারতীয় পেঁয়াজের কেজি ৮৫ টাকা। তবে কোনো কোনো দোকানে দেশি পেঁয়াজের দাম একশ টাকাও হাঁকা হচ্ছে। এই বাজারের পেয়াজের বিক্রেতা আমিনুল ইসলাম সারাবাংলাকে বলেন, ‘দেশি পেঁয়াজের দাম ১০০ টাকা কেজি, এটা খুব বেশি নয়। অনেক দোকানেই ১০০ টাকায় বিক্রি হচ্ছে।’

এছাড়া বিজয় স্মরণির কলমিলতা বাজারে দেশি পেঁয়াজ ৯০ টাকা ও ভারতীয় পেঁয়াজ ৮৫ টাকা কেজিতে বিক্রি হতে দেখা যায়। পাশাপাশি ফার্মগেট ইন্দিরা রোডের মাহবুব প্লাজার নিচ তলার বাজারটিতেও একই দামে পেঁয়াজ বিক্রি হচ্ছে।

খুচরা বাজার পাইকারি বাজার পেঁয়াজ

বিজ্ঞাপন

বাসচাপায় ২ কলেজছাত্র নিহত
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৩৮

আরো

সম্পর্কিত খবর