মেহেরপুরে ট্রাক চাপায় কৃষক নিহত
৫ অক্টোবর ২০১৯ ১৬:০৯
মেহেরপুর: মেহেরপুরের গাংনী উপজেলায় ট্রাক চাপায় আক্ততার হোসেন (৩২) নামে এক কৃষক নিহত হয়েছেন। শনিবার (৫ অক্টোবর) দুপুর ১২ টায় মেহেরপুর কুষ্টিয়া সড়কের গাংনীর বাওট বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহত আক্তার হোসেন গাংনী উপজেলার হিজলবাড়িয়া গ্রামের আবুল হোসেনের ছেলে।
স্থানীয়রা জানান, আক্তার হোসেন কুষ্টিয়া থেকে ধান মাড়াইরে জন্য একটি হপার মেশিন কিনে বাড়ি ফিরছিলেন । এসময় মেহেরপুর থেকে যাওয়া একটি দ্রতগামী ট্রাক হপারটিকে ধাক্কা দেয়। ট্রাকের ধাক্কায় হপারের চালক আক্তার হোসেন ট্রাকের চাকার নিচে পড়ে ঘটনাস্থলেই নিহত হন। স্থানীয়রা ট্রাকটিকে ধাওয়া করলেও ধরা সম্ভব হয়নি।
গাংনী থানার ওসি ওবাইদুর রহমান বলেন, ‘নিহতের খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়েছি। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মেহেরপুর মর্গে পাঠানো হয়েছে। ট্রাকটি শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।’