Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নোয়াখালী কারাগারে কয়েদির মৃত্যু


৫ অক্টোবর ২০১৯ ১৫:৩৩

নোয়াখালী: নোয়াখালী জেলা কারগারে আদনান চৌধুরী দুর্জয় (৩৭) নামে এক কয়েদির মৃত্যু হয়েছে। শনিবার (৫ অক্টোবর) নোয়াখালী কারাগারের জেল সুপার মনির হোসেন এ তথ্য জানান।

কারাসূত্র জানায়, শুক্রবার রাত ৯টা ২৫ মিনিটে আদনান বুকে ব্যথা অনুভব করেন। তাকে কারা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে রাত ১টার দিকে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আদনানকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা সৈয়দ মহিউদ্দিন আবদুল আজিম জানান, আদনান নামে ওই ব্যক্তিকে আমরা মৃত অবস্থায় পেয়েছিলাম। ময়নাতদন্ত প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

আদনানের বাড়ি বেগমগঞ্জ উপজেলার জয়কৃষ্ণপুর গ্রামে। তার বাবার নাম একরামুল হক। মাদক মামলায় তার ১ বছরের কারাদণ্ড এবং এক হাজার টাকা জরিমানা করা হয়। অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ডের রায় ঘোষণা করেন আদালত।

কয়েদির মৃত্যু নোয়াখালী কারাগার

বিজ্ঞাপন

জাজিরা থানার ওসির মরদেহ উদ্ধার
৯ জানুয়ারি ২০২৫ ২১:৫৯

৪২২ উপজেলায় ৩০ টাকায় মিলবে চাল 
৯ জানুয়ারি ২০২৫ ২১:২৯

আরো

সম্পর্কিত খবর