Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভারত-বাংলাদেশ সম্পর্ক আরও উচ্চতায় নিয়ে যাওয়ার অঙ্গীকার জয়শঙ্করের


৫ অক্টোবর ২০১৯ ১৪:৪৯

ঢাকা: বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে আরও উচ্চতায় নিয়ে যাওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর।

বৈঠক শেষে শনিবার (৫ অক্টোবর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রবীশ কুমার এক টুইট বার্তায় এস. জয়শঙ্করের বক্তব্য উদ্ধৃত করে এ তথ্য জানান।

রবীশ কুমার বলেন, ‘জয়শঙ্কর বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কের বিষয় সর্বোচ্চ অগ্রাধিকারের কথা পুনর্ব্যক্ত করেছেন।’

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর অত্যন্ত আন্তরিক আলোচনা হয়েছে— উল্লেখ করেন রবীশ কুমার।

বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন, প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এবং ভারতে বাংলাদেশের হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী উপস্থিত ছিলেন। ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ছিলেন বাংলাদেশে ভারতের হাইকমিশনার রিভা গাঙ্গুলি।

এস জয়শঙ্কর জয়শঙ্কর প্রধানমন্ত্রী ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ শেখ হাসিনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর