Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বরিশালে সড়ক দুর্ঘটনায় নিহত ২


৫ অক্টোবর ২০১৯ ১৪:২৬

বরিশাল: বরিশালে সড়ক দুর্ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। শনিবার (৫ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় কাশিপুর বাজারের পাশে ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-কাশিপুর এলাকার বাসিন্দা হাসেম (৪০) ও বিমানবন্দর থানা এলাকার বাসিন্দা আব্দুর রব হাওলাদারের স্ত্রী সালেহা বেগম (৫৫)।

বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ বিন আলম জানান, দ্রুতগতির একটি প্রাইভেটকার একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে দুইজন আহত হয়। আহতদের উদ্ধার করে বরিশাল-শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

বরিশাল-শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ড মাস্টার রাশেদুল ইসলাম জানান, সালেহা বেগমকে জরুরি বিভাগে ও হাসেমকে ওয়ার্ডে নেওয়ার পর চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রয়েছে।

বরিশাল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর