Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নদীতে গোসল করতে গিয়ে ৩ শিশুর মৃত্যু


৫ অক্টোবর ২০১৯ ০০:৪৩

গাজীপুর: গাজীপুরের কাপাসিয়ায় নদীতে গোসল করতে গিয়ে ডুবে দুই বোনসহ তিন শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (৪ অক্টোবর) দুপুরে ঘাগটিয়া ইউনিয়নে এই ঘটনা ঘটে।

মৃত শিশুরা হলো- নানীর বাড়ি বেড়াতে আসা নরসিংদী জেলার মনির হোসেনের মেয়ে হিমু (১২), ঘাগটিয়া দক্ষিণ পূর্বপাড়া গ্রামের মিলন মিয়ার মেয়ে সিনহা (০৯) ও সিনথিয়া (০৭)।

কাপাসিয়া থানার ওসি রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, শিশুদের অভিভাবকরা বিনা ময়নাতদন্তে লাশ দাফন করার আবেদন করায় আইনি প্রক্রিয়া শেষে লাশগুলো স্বজনদের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে।

জানা যায়, দুপুরে তিন শিশু বাড়ির লোকজনকে না জানিয়ে খিরাটি গ্রামের পাশ দিয়ে প্রবাহিত নদীতে গোসল করতে যায়। তাদের বাড়ি থেকে তিন শ গজ দূরে নদীতে নেমে গোসলের এক পর্যায়ে শিশুরা গভীর পানিতে তলিয়ে যায়। দীর্ঘ সময় বাড়ির লোকজন তাদের খুঁজে না পেয়ে বিকেলে ওই নদীতে গিয়ে এক শিশুর লাশ ভাসতে দেখে। পরে অনেক খোঁজাখুঁজি করে তারা বাকি দুই শিশুর লাশ পানির নিচ থেকে উদ্ধার করে।

গাজীপুর নদীতে ডুবে শিশুর মৃত্যু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর