Saturday 11 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২


৪ অক্টোবর ২০১৯ ২১:৩১

ঢাকা: নরসিংদীর বেলাব উপজেলায় সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। শুক্রবার (৪ অক্টোবর) বিকেলে উপজেলার পুটিমারা এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে মালবাহী পিকআপ ভ্যান ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থালেই দুইজনের মৃত্যু হয়।

এরা হলেন— বাবুল মিয়া (৪৫) ও জামসেদ মিয়া (৪০)। তাদের বাড়ি হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায়। হাইওয়ে থানা পুলিশ জানিয়েছে, তারা দু’জন পিকআপ ভ্যানে ছিলেন।

ভৈরব হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মামুন রহমান বলেন, চুনারুঘাট থেকে ফার্নিচার নিয়ে পিকআপ ভ্যানটি ঢাকার দিকে যাচ্ছিল। পুটিমারা এলাকায় পৌঁছালে ঢাকা থেকে ছেড়ে আসা কিশোরগঞ্জগামী অনন্যা সুপার পরিবহনের যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে।

সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

এক বছর পর ভারত দলে ফিরলেন শামি
১১ জানুয়ারি ২০২৫ ২২:৩৮

আরো

সম্পর্কিত খবর