Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জুলাইয়ে সেবা রফতানিতে বাংলাদেশের আয় ৬৩৩ কোটি ডলার


৪ অক্টোবর ২০১৯ ০৫:২২

ঢাকা: নতুন অর্থবছরের (২০১৯-২০) প্রথম মাসে (জুলাই) রফতানিতে ৩ দশমিক ৬২ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে সেবা খাত। সেবা রফতানি করে বাংলাদেশ ২০১৮-১৯ অর্থবছরে ৬৩৩ কোটি ডলার আয় করেছে। যা ২০১৭-১৮ অর্থবছরের চেয়ে ৪৬ শতাংশ বেশি। আর লক্ষ্যমাত্রার চেয়ে ২৬ দশমিক ৭৭ শতাংশ বেশি।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) প্রকাশিত রফতানি উন্নয়ন ব্যুরোর সর্বশেষ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

এর আগে, গত অর্থবছরে সেবা খাতের রফতানির লক্ষ্যমাত্রা ধরা ছিল ৫০০ কোটি ডলার। ২০১৭-১৮ অর্থবছরের আয় হয়েছিল ৪৩৪ কোটি ডলার।

ইপিবির প্রতিবেদন থেকে দেখা যায়, জুন মাসে সেবা রফতানিতে লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় দ্বিগুণ আয় হলেও এ মাসে (জুলাই) লক্ষ্যমাত্রার চেয়ে ২৪ দশমিক ৮০ শতাংশ আয় কম হয়েছে। জুন মাসে সেবা খাতে রফতানি আয়ের লক্ষ্যমাত্রা ছিল ৪১ কোটি ৬৬ লাখ ডলার। জুলাই মাসে সেবা রফতানির টার্গেট ছিলো ৭০ কোটি ৮৩ লাখ ডলারের। সেখানে রফতানি হয়েছে ৫৩ কোটি ২৬ লাখ ডলার। যেখানে গত জুনে ৯২ কোটি ডলারের সেবা রফতানি হয়েছিল। গত বছরের জুলাইয়ে সেবা রফতানি থেকে এসেছিল ৫১ কোটি ৪০ লাখ ডলার।

ইপিবির তথ্য বিশ্লেষণে দেখা যায়, জুলাইয়ে সেবা খাতের রফতানি আয়ের মধ্যে ৫২ কোটি ৬২ লাখ ডলারই এসেছে সরাসরি সেবা খাত থেকে। অর্থাৎ মোট রফতানির ৯৮ শতাংশই এসেছে সরাসরি সেবা খাত থেকে। বাকিটা দেশের বন্দরগুলোতে পণ্যবাহী জাহাজগুলোর কেনা পণ্য ও সেবা এবং মার্চেন্টিংয়ের অধীনে পণ্য বিক্রির আয়।

রফতানি সেবা খাত