Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এবার উত্তরায় আবাসিক হোস্টেল থেকে জব্দ ২টি ক্যাসিনো মাহাজং


৩ অক্টোবর ২০১৯ ২৩:২০ | আপডেট: ৩ অক্টোবর ২০১৯ ২৩:৫৩

ঢাকা: কেন্ট নামে এক চীনা নাগরিকের মালিকানাধীন ঢাকার উত্তরার ১৩ নম্বর সেক্টরের গাউসুল আজম অ্যাভিনিউয়ের হবনব কফি হাউজ ও চাইনিজ রেস্টুরেন্টের আবাসিক হোস্টেল থেকে দুইটি ‘মাহাজং’ উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা। ক্যাসিনো খেলার জন্য চীনা এই যন্ত্র দুইটি মিথ্যা ঘোষণা দিয়ে আমদানির মাধ্যমে ২ লাখ ৮৫ হাজার টাকা শুল্ক ফাঁকি দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) বিকেলে ওই আবাসিক হোস্টেলে অভিযান চালিয়ে মাহাজং দুইটি জব্দ করা হয়। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক ড. মো. সহিদুল ইসলাম সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

সহিদুল ইসলাম জানান, বিকেল সাড়ে ৩টায় শুল্ক গোয়েন্দার সহকারী পরিচালক কাউছার আলম পাটওয়ারী ও কেফায়েতউল্লাহ মজুমদারের নেতৃত্বে ১৪ সদস্যের একটি গোয়েন্দা দল অভিযান পরিচালনা করে। অভিযানের সময় কেন্টের মালিকানাধীন আবাসিক হোস্টেলে দুইটি ইলেকট্রিক মাহাজং পাওয়া যায়।

সহিদুল আরও জানান, অনুসন্ধানে দেখা যায়, আমদানিকারক নিনাদ ট্রেড ইন্টারন্যাশনাল চীন থেকে ২০১৮ সনের আগস্ট মাসে ২০টি কার্টনে সাত সেট ক্যাসিনো খেলার মাহাজং মেশিন আমদানি করে। আমদানি করা পণ্যগুলো বিভিন্ন চীনা ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছে বিক্রি করা হয়। গোপন সংবাদ পাওয়া যায়, চীনা নাগরিক কেন্টের মালিকানাধীন উত্তরার হবনব কফি হাউজ ও রেস্টুরেন্ট এবং এর আবাসিক হোস্টেলে ঢাকায় অবস্থানরত চীনা নাগরিকদের আনাগোনা ছিল। এর মধ্যে কফি হাউজে জুয়ার আসর বসত বলেও খবর পাওয়া যায়।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর ক্যাসিনোবিরোধী অভিযান শুরু করার পর হবনব কফি হাউজে ক্যাসিনো খেলায় ব্যবহৃত মাহাজং কেন্টের আবাসিক হোস্টেলে লুকিয়ে ফেলা হয় বলে খবর পান শুল্ক গোয়েন্দারা। বিশ্বস্ত সূত্রে খবর পেয়ে তারা সেই আবাসিক হোস্টেলে অভিযান চালিয়ে দুইটি মাহাজং মেশিন উদ্ধার করেন।

বিজ্ঞাপন

আটক ক্যাসিনো মেশিন দুইটির আমদানি তথ্য পর্যালোচনা করে দেখা যায়, আমদানির সময় মিথ্যা ঘোষণার মাধ্যমে ক্যাসিনো মেশিন দুইটি খালাস করা হয়। এতে আনুমানিক ২ লাখ ৮৫ হাজার টাকা শুল্ক ফাঁকি দেওয়া হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর।

আবাসিক হোস্টেল ক্যাসিনো মাহাজং