Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২০০ ফেসবুক আইডি হ্যাককারী তরুণ রিমান্ডে


৩ অক্টোবর ২০১৯ ২২:২৯

ঢাকা: ফেসবুক আইডি হ্যাক করে অর্থ আদায়ের অভিযোগে মো. কাউছার আহমেদ নামে (২০) এক তরুণকে দুইদিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম দেবব্রত বিশ্বাস এ আদেশ দেন।

এ সময় মামলার তদন্ত কর্মকর্তা কাউন্টার টেররিজম ইউনিটের এসআই আজহারুল ইসলাম আসামিকে আদালতে হাজির করে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় দশ দিনের রিমান্ডের আবেদন করেন। তবে এদিন আসামির পক্ষে কোনো আইনজীবী ছিলেন না।

বুধবার রাত সাড়ে ৯টায় কুমিল্লা কোটবাড়ি থানা এলাকার শহিদ মোহাম্মদ মোস্তফা কামাল হোস্টেলে অভিযান চালিয়ে পুলিশের সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম বিভাগ তাকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে দুইটি মোবাইল ফোন, নগদ পাঁচ লাখ টাকা এবং মোবাইল ব্যাংকিংয়ের ৭৭ হাজার ৭৮৬ টাকা জব্দ করা হয়। এ ছাড়া তার ব্যবহৃত স্মার্টফোনে এই মামলার বাদীর ফেসবুক আইডিসহ দুই শতাধিক আইডি পাওয়া যায়।

গত ১০ জুলাই মোহাম্মদপুর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে এক নারীর দায়ের করা মামলায় এ তরুণকে গ্রেফতার করা হয়।

ফেসবুক আইডি রিমান্ড

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর