Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শাহজালাল বিমানবন্দরে কোটি টাকার আইফোন জব্দ


৩ অক্টোবর ২০১৯ ২০:৫৩

ঢাকা: হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কোটি টাকা মূল্যের ৭৩টি আইফোন ১১ প্রো জব্দ করেছে ঢাকা কাস্টম হাউসের প্রিভেনটিভ টিম। বৃহস্পতিবার (৩ অক্টোবর) রাতে সারাবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা কাস্টম হাউসের সহকারী কমিশনার মো. সাজ্জাদ হোসেন।

তিনি জানান, চোরাচালান প্রতিরোধে প্রিভেন্টিভ টিম বিমান বন্দরের বিভিন্ন পয়েন্টে অবস্থান গ্রহণ করে নজরদারি করতে থাকে। গ্রিন চ্যানেলে নজরদারি ও তল্লাশির একপর্যায়ে গতকাল মধ্যরাতে হংকং থেকে ঢাকাগামী একটি ফ্লাইটের যাত্রী মোস্তফা মিয়াকে চ্যালেঞ্জ করা হয়। এরপর তল্লাশি করে তার বহনকৃত লাগেজে ৭৩টি লেটেস্ট মডেলের আইফোন-১১ প্রো পাওয়া যায়।

বিজ্ঞাপন

জব্দ করা পণ্যের আনুমানিক মূল্য প্রায় ১ কোটি ২০ লাখ টাকা। জব্দ হওয়া পণ্যের বিষয়ে কাস্টমস আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে।

আইফোন আইফোন ১১ প্রো বিমানবন্দর

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর