মক্কায় শেখ হাসিনার ৭৩তম জন্মবার্ষিকী উদযাপন
৩ অক্টোবর ২০১৯ ১৯:৫৭
সৌদি আরব থেকে: প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৩তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল করেছে মক্কা আওয়ামী ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটি।
স্থানীয় সময় বুধবার (২ অক্টোবর) রাতে মক্কায় স্থানীয় একটি হোটেলে প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার ৭৩তম জন্মবার্ষিকীর কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মক্কা আওয়ামী ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক বেলাল উদ্দিনের পরিচালনায় এতে সভাপতিত্ব করেন মক্কা আওয়ামী ফাউন্ডেশনের সিনিয়র সসভাপতি বেলাল হোসেন পাটোয়ারী।
উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ মক্কা শাখার সভাপতি ও মক্কা আওয়ামী ফাউন্ডেশনের সভাপতি মো. মোজাম্মেল হক। অনুষ্ঠানের প্রধান বক্তা ছিলেন আওয়ামী ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক কাশেদুর রহমান ।
সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আওয়ামী ফাউন্ডেশনের সহসভাপতি শমসের আলম, আব্দুল হক, কমিটির প্রধান উপদেষ্টা জাকেরুল ইসলাম।
অনুষ্ঠানে বক্তারা জানান, বাংলাদেশের উন্নয়নের নামও শেখ হাসিনা । তাই ‘যদি থাকে শেখ হাসিনার হাতে থাকে দেশ, পথ হারাবে না বাংলাদেশ।