প্যারিসে ছুরিকাঘাতে প্রাণ গেল ৪ পুলিশের
৩ অক্টোবর ২০১৯ ১৯:১৫ | আপডেট: ৩ অক্টোবর ২০১৯ ১৯:১৭
ফ্রান্সের পুলিশ হেডকোয়ার্টার্সের বাইরে হামলাকারীর ছুরিকাঘাতে ৪ পুলিশ সদস্য মারা গেছেন। ফরাসি সংবাদমাধ্যমের বরাতে এ তথ্য জানিয়েছে বিবিসি।
হামলাকারী পুলিশ হেডকোয়ার্টার্সে কর্মরত বলে প্রাথমিক তথ্যে জানা গেছে। পুলিশের গুলিতে তারও মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৩ অক্টোবর) দুপুর ১টায় লা দি লা সাতে এলাকায় এই ঘটনা ঘটে। ঘটনাস্থল ঘিরে রেখেছে পুলিশ।
ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস্টোফার কেস্টনার ঘটনাস্থলে রয়েছেন।
এই হামলার ঘটনা এমন সময় ঘটল যখন পুলিশের ওপর হামলায় পদক্ষেপ নিচ্ছে ফ্রান্স কর্তৃপক্ষ। এছাড়া পুলিশ সদস্যদের আত্মহত্যা প্রবণতা বৃদ্ধিরে প্রতিকারেও নেওয়া হচ্ছে ব্যবস্থা।
ছুরি হামলার কারণ তদারকি করছে পুলিশ।