Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সমাজকর্মী পদে নিয়োগ পরীক্ষা স্থগিতের কারণ জানতে চায় সংসদীয় কমিটি


৩ অক্টোবর ২০১৯ ১৮:৫৯

ঢাকা: সমাজসেবা অধিদফতরের অধীনে ইউনিয়ন সমাজকর্মী পদে নিয়োগ পরীক্ষা স্থগিত হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। কমিটির বৈঠকে পরীক্ষা স্থগিতের কারণ জানতে পরবর্তী বৈঠকে বিস্তারিত প্রতিবেদন উপস্থাপনের সুপারিশ করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন সংসদীয় কমিটির সভাপতি রাশেদ খান মেনন।

বৈঠকে কমিটির সদস্য সমাজকল্যাণ প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, সাগুফতা ইয়াসমিন, বদরূদ্দোজা মো. ফরহাদ হোসেন, আ. কা. ম. সরওয়ার জাহান, কাজী কানিজ সুলতানা ও আরমা দত্ত এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কমিটি সূত্র জানায়, ইউনিয়ন সমাজকর্মী পদে নিয়োগ ছাড়াও বৈঠকে বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদের সার্বিক কার্যক্রম ও দৃষ্টি প্রতিবন্ধীদের বিভিন্ন দাবি-দাওয়ার বিষয়ে আলোচনা হয়।

আলোচনা শেষে গাজীপুরের শারীরিক প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্টে উৎপাদিত পণ্যের মান বৃদ্ধি ও যুগোপযোগী করার সুপারিশ করা হয়।

পরীক্ষা স্থগিত সমাজকর্মী সংসদীয় কমিটি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর