Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভালুকায় পুলিশের সঙ্গে ‘বন্ধুকযুদ্ধে’ যুবকের মৃত্যু


৩ অক্টোবর ২০১৯ ১৮:৪৭ | আপডেট: ৩ অক্টোবর ২০১৯ ১৮:৪৯

ময়মনসিংহ: জেলার ভালুকা মডেল থানা পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে সাদ্দাম (৩০) নামে এক ডাকাত নিহত হয়েছে। বুধবার (৩ অক্টোবর) গভীর রাতে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, নিহত সাদ্দামের বিরুদ্ধে ডাকাতিসহ চারটি মামলা রয়েছে। সে গফরগাঁওয়ের শিবগঞ্জের ফজলুল হকের ছেলে।

ভালুকা মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইন উদ্দিন জানান, উপজেলার মল্লিকবাড়ি ব্রিজ এলাকায় ডাকাতির প্রস্ততিকালে বুধবার রাত দেড়টার দিকে অভিযান চালায় থানা পুলিশ। ডাকাতদল পুলিশের উপস্থিতি টের পেয়ে পুলিশের ওপর গুলি চালায়। পুলিশও আত্মরক্ষার্থে গুলি চালায়। এসময় সহযোগিরা পালিয়ে গেলেও বেশকিছু দেশীয় অস্ত্রসহ গুলিবিদ্ধ অবস্থায় সাদ্দামকে আটক করে পুলিশ।

পরে আহত সাদ্দামকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

ডাকাত নিহত বন্দুকযুদ্ধ

বিজ্ঞাপন

বাসচাপায় ২ কলেজছাত্র নিহত
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৩৮

আরো

সম্পর্কিত খবর