Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী শুদ্ধি অভিযান চলবে’


৩ অক্টোবর ২০১৯ ১৬:৩১ | আপডেট: ৩ অক্টোবর ২০১৯ ১৮:৩৯

চট্টগ্রাম ব্যুরো: প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী চলমান ‘শুদ্ধি অভিযান’ অব্যাহত রাখার কথা জানিয়েছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক বেনজীর আহমেদ।

বৃহস্পতিবার (০৩ অক্টোবর) দুপুরে চট্টগ্রামে জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত ‘আন্তঃস্কুল দাবা প্রতিযোগিতার’ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগদান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি।

র‌্যাব মহাপরিচালক বলেন, ‘প্রধানমন্ত্রী যে লক্ষ্য স্থির করেছেন, আইনশৃঙ্খলা রক্ষাকারীবাহিনী এবং গোয়েন্দা সংস্থার দায়িত্ব হচ্ছে তাঁর সেই নির্দেশনা বাস্তবায়ন করা। আমরা অবশ্যই সেটা অব্যাহত রাখব।’

‘চট্টগ্রামেও শুদ্ধি অভিযান চলবে কি না?’- এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘কারও বিরুদ্ধে অভিযোগ থাকা একটা বিষয় আর আইনগত ব্যবস্থা নেওয়া আরেকটা বিষয়। তবে প্রধানমন্ত্রী যে নির্দেশনা দিয়েছেন, সেটা বাস্তবায়নে আমরা দৃঢ়প্রতিজ্ঞ। সেই নির্দেশনা অনুসারে আমরা দায়িত্ব পালন করে যাব।’

নগরীর ইন্টারন্যাশনাল কনভেনশন হলে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশ দাবা ফেডারেশনের সভাপতি হিসেবে প্রধান অতিথির বক্তব্য দেন র‌্যাব মহাপরিচালক বেনজীর আহমেদ। একই অনুষ্ঠানে সিএমপি কমিশনার মো.মাহাবুবর রহমান, পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক এবং চট্টগ্রামের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ইয়াসমিন পারভীন তিবরিজিসহ জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

টপ নিউজ প্রধানমন্ত্রী র‌্যাব মহাপরিচালক শুদ্ধি অভিযান

বিজ্ঞাপন

নারায়নগঞ্জসহ ৩ জেলায় নতুন ডিসি
৯ জানুয়ারি ২০২৫ ১৫:৫০

আরো

সম্পর্কিত খবর