গাজীপুরে ৯টি ঝুটের গোডাউন পুড়ে ছাই
৩ অক্টোবর ২০১৯ ১০:৪৮ | আপডেট: ৩ অক্টোবর ২০১৯ ১০:৫২
গাজীপুর: গাজীপুরের এক অগ্নিকাণ্ডের ঘটনায় নয়টি ঝুটের গোডাউন পুড়ে গেছে। বুধবার (২ অক্টোবর) রাত সোয়া তিনটার দিকে আমবাগ মিতালী ক্লাব এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে জয়দেবপুর ফায়ার সার্ভিসের দুটি ও ডিবিএল ফায়ার সার্ভিসের একটিসহ মোট তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় একজন আহত হন।
ঝুট গোডাউনের মালিক জাহাঙ্গীর আলম জানান, গোডাউনে নগদ ২ লক্ষ ২৫ হাজার টাকা পুড়ে গেছে। এছাড়া নয়টি গোডাউনে প্রায় কোটি টাকার কাছাকাছি ক্ষতি হয়েছে।
ডিবিএল ফায়ার সার্ভিসের কর্মকর্তা মিরাজুল ইসলাম জানান, তদন্ত শেষ হলে আগুন লাগার কারণ এবং ক্ষতির পরিমাণ জানা যাবে।