Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় র‌্যাব সদস্যের মৃত্যু


৩ অক্টোবর ২০১৯ ০৯:৪১ | আপডেট: ৩ অক্টোবর ২০১৯ ১৩:৪২

ঢাকা: রাজধানীর কাকরাইল মোড়ে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী র‌্যাব সদস্য হাসান মাহমুদের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও একজন।

বুধবার (২ সেপ্টেম্বর) দিনগত রাত সাড়ে ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাদের দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক হাসান মাহমুদকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ বক্সের সহকারী ইনচার্জ (এএসআই) আব্দুল খান জানান, রাতে মোটর সাইকেল চালিয়ে যাওয়ার সময় একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলে থাকা দুজনই পড়ে আহত হয়। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক হাসানকে মৃত ঘোষণা করেন। আরেকজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

আব্দুল খান আরও জানান, হাসানের বাড়ি বরিশালের আগৈরঝড়া উপজেলায়। উত্তরা র‌্যাব হেডকোর্টার্সে কর্মরত ছিলেন তিনি।

নিহত র‌্যাব সদস্যের মৃত্যু সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

জীবন থামে সড়কে — এ দায় কার?
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৫২

বাসচাপায় ২ কলেজছাত্র নিহত
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৩৮

আরো

সম্পর্কিত খবর