Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইসলামী ব্যাংকের আরডিএস ক্যাম্পেইনের উদ্বোধন


২ অক্টোবর ২০১৯ ২২:৪৮ | আপডেট: ২ অক্টোবর ২০১৯ ২৩:১১

‘ক্ষুদ্র বিনিয়োগের সম্প্রসারণ, গ্রাম বাংলার উন্নয়ন’ স্লোগানকে ধারণ করে ক্ষুদ্র বিনিয়োগ (আরডিএস) ক্যাম্পেইনের উদ্বোধন করেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড।

মঙ্গলবার (১ অক্টোবর) ইসলামী ব্যাংক টাওয়ারে প্রধান অতিথি হিসেবে এই ক্যাম্পেইনের উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. মাহবুব উল আলম।

অনুষ্ঠানে জানানো হয়, ইসলামী ব্যাংকের পল্লী উন্নয়ন প্রকল্পের মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চলের গ্রামীণ জনগোষ্ঠীকে আর্থিক অন্তর্ভুক্তির আওতায় এনে ব্যাংকের আধুনিক প্রযুক্তিসমৃদ্ধ সেবাদান ও ক্ষুদ্র বিনিয়োগের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে সমৃদ্ধ করতে এই ক্যাম্পেইন চলবে মাসব্যাপী।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মো. মাহবুব উল আলম বলেন, ইসলামী ব্যাংকের পল্লী উন্নয়ন প্রকল্প দেশের ৬৪ জেলায় ২৮৮টি শাখার অধীনে প্রায় ২৩ হাজার গ্রামে বিস্তৃত। এর সদস্য সংখ্যা সাড়ে ১১ লাখ, যার ৯২ শতাংশই নারী। এ প্রকল্পে ইসলামী ব্যাংকের বিনিয়োগ প্রায় তিন হাজার কোটি টাকা।

তিনি বলেন, মানুষের জীবনমানের উন্নয়ন, উদ্যোক্তা তৈরি ও নারীর ক্ষমতায়নের মাধ্যমের ইসলামী ব্যাংক দেশকে সোনার বাংলা গড়তে গ্রামীণ জনপদে প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবা দিচ্ছে।

ইসলামী ব্যাংকের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ মুনিরুল মওলা এবং উপব্যবস্থাপনা পরিচালক আবু রেজা মো. ইয়াহিয়া ও মো. সালেহ্ ইকবাল।

উপব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল জব্বারের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও রুরাল ডেভেলপমেন্ট ডিভিশনের প্রধান এম জুবায়ের আজম হেলালী। এ সময় ব্যাংকের প্রধান কার্যালয় ও ঢাকা জোনগুলোর ঊর্ধ্বতন নির্বাহী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

আরডিএস ইসলামী ব্যাংক ক্ষুদ্র বিনিয়োগ

বিজ্ঞাপন

দেশপ্রেম ও মেধা পাচার
৮ জানুয়ারি ২০২৫ ১৭:৪৪

আরো

সম্পর্কিত খবর