Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৩ সহযোগী, এক ভ্রাতৃপ্রতিম সংগঠনের কাউন্সিল নভেম্বরের মধ্যেই


২ অক্টোবর ২০১৯ ২২:২৫ | আপডেট: ৩ অক্টোবর ২০১৯ ১২:৩১

ঢাকা: আওয়ামী লীগের কেন্দ্রীয় সম্মেলনের আগেই দলের তিন সহযোগী ও এক ভ্রাতৃপ্রতিম সংগঠনের মেয়াদোত্তীর্ণ কমিটি পুনর্গঠনে সম্মেলন আয়োজনের নির্দেশনা দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। সহযোগী সংগঠনগুলোর নেতাদের এ বিষয়ে প্রস্তুতিও নিতে বলেন তিনি।

বুধবার (২ অক্টোবর) বিকেলে গণভবনে বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের নেতাদের সঙ্গে এক জরুরি বৈঠকে শেখ হাসিনা এ নির্দেশনা দিয়েছেন। আওয়ামী লীগের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

বিজ্ঞাপন

সূত্রটি জানায়, বৈঠকে আওয়ামী লীগের সহযোগী সংগঠন আওয়ামী যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও বাংলাদেশ কৃষক লীগ এবং ভ্রাতৃপ্রতিম সংগঠন জাতীয় শ্রমিক লীগকে নভেম্বরের মধ্যেই কাউন্সিল আয়োজনের নির্দেশনা দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি। তবে এসব সংগঠনের কোনটির কাউন্সিল কবে হবে, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

আরও পড়ুন- আ. লীগের আগেই যুবলীগের কাউন্সিলের ইঙ্গিত

পরে বৈঠক শেষে গণভবনের সামনে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেন, আমাদের বেশ কয়েকটি সহযোগী সংগঠনের কমিটির মেয়াদ নেই। বৈঠকে মেয়াদোত্তীর্ণ এসব কমিটি নিয়ে আলোচনা হয়েছে। সামনে আমাদের কেন্দ্রীয় সম্মেলনও রয়েছে। তবে নেত্রী (আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা) আমাদের জাতীয় সম্মেলনের আগেই মেয়াদোত্তীর্ণ সহযোগী সংগঠনগুলোর সম্মেলন করার নির্দেশনা দিয়েছেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, সংশ্লিষ্ট সহযোগী সংগঠনের নেতাদের এ বিষয়টি জানাতে বলেছেন নেত্রী (শেখ হাসিনা)। তারা যেন এ বিষয়ে প্রয়োজনীয় প্রস্তুতি নেন, সে নির্দেশনাও দিয়েছেন তিনি।

বিজ্ঞাপন

আরও পড়ুন- আওয়ামী লীগের আগেই সহযোগীদের কেন্দ্রীয় সম্মেলনের তাগাদা

এর আগে, জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৪তম অধিবেশনে যোগ দিয়ে দেশে ফেরার পর মঙ্গলবার (১ অক্টোবর) গণভবনে দলের শীর্ষ কয়েকজন নেতার সঙ্গে সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন শেখ হাসিনা। ওই আলাপেই কেন্দ্রের জাতীয় কাউন্সিলের আগেই যুবলীগের মেয়াদোত্তীর্ণ কমিটি পুনর্গঠনে কাউন্সিল আয়োজনের বিষয়ে ইঙ্গিত দেন আওয়ামী লীগ সভাপতি। আওয়ামী লীগের একাধিক সূত্র জানায়, কেবল যুবলীগ নয়, মেয়াদোত্তীর্ণ সব কমিটিকেই জাতীয় কাউন্সিলের আগেই নিজেদের কাউন্সিল আয়োজন করতে নির্দেশনা দেওয়ার বিষয়ে ইঙ্গিত দেন শেখ হাসিনা।

আওয়ামী লীগ দফতরের তথ্য অনুযায়ী, ক্ষমতাসীন দলটির স্বীকৃত সহযোগী ও ভ্রাতৃপ্রতিম ৯টি সংগঠনের মধ্যে পাঁচটিরই কেন্দ্রীয় কমিটির মেয়াদ নেই। এর মধ্যে যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় কমিটি গঠিত হয়েছিল ২০১২ সালে। অর্থাৎ সাত বছর ধরে চলছে এই তিন সংগঠনের কমিটি। অন্যদিকে, বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ ও আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন জাতীয় শ্রমিক লীগের কমিটির মেয়াদও শেষ হয়েছে অনেক আগেই। এসব সংগঠনের কাউন্সিল আয়োজন নিয়ে দলের মধ্যে আলোচনা চলছে দীর্ঘ দিন ধরে। দলের শীর্ষ নেতারা জানিয়েছিলেন, দলের জাতীয় সম্মেলনের আগেই এসব সংগঠনের কাউন্সিল আয়োজনের পক্ষে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে, কেবল দলের সভাপতি শেখ হাসিনার অনুমতির অপেক্ষায় ছিলেন তারা। আজকের (২ অক্টোবর) বৈঠকে তিনিও দলের নেতাদের সঙ্গে একমত পোষণ করে জাতীয় সম্মেলনের আগে সহযোগীদের সম্মেলন আয়োজন করতে বলেছেন।

প্রসঙ্গত, ২০১৬ সালের ২৩ অক্টোবর আওয়ামী লীগের সর্বশেষ জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়। সেই হিসাবে আগামী ২৩ অক্টোবর এই কমিটির তিন বছর পূর্ণ হবে। চলতি অক্টোবরেই আওয়ামী লীগের পরবর্তী কাউন্সিল আয়োজনের পরিকল্পনা ছিল। তবে চলমান বিভিন্ন পরিস্থিতি বিবেচনায় নিয়ে গত ১৪ সেপ্টেম্বর কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বৈঠক থেকে ঘোষণা দেওয়া হয়, আগামী ২০ ও ২১ ডিসেম্বর জাতীয় কাউন্সিল আয়োজন করবে আওয়ামী লীগ।

আওয়ামী লীগ আওয়ামী লীগ সভাপতি কাউন্সিল জাতীয় সম্মেলন শেখ হাসিনা সহযোগী সংগঠন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর