Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্কুল থেকে ফেরার সময় সাঁকো থেকে পড়ে গিয়েছিল মাহী


২ অক্টোবর ২০১৯ ২১:০৩

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুর সদর উপজেলার রহমতখালী খাল থেকে মাহী আক্তার (৭) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। দীর্ঘ সাত ঘণ্টার চেষ্টার পর বুধবার (২ অক্টোবর) বিকেলে মরদেহটি উদ্ধার করা সম্ভব হয়। মাহী ওই এলাকার সুমনের মেয়ে।

সুমনের পরিবারের সদস্যরা জানান, মাহী উত্তর চন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণিতে পড়তো। উপজেলার চর চামিতা এলাকার রহমতখালী খাল পার হয়ে স্কুলে যাওয়া-আসা করে স্কুলের ছাত্র-ছাত্রীরা। আজ ছুটির পরে সহপাঠীরা এসে জানায়, সাঁকো পার হওয়ার সময় মাহী পা পিছলে খালে পড়ে গেছে।

বিজ্ঞাপন

লক্ষ্মীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মো. ইকবাল হোসেন সারাবাংলাকে জানান, স্থানীয়দের কাছে খবর পেয়ে আমরা উদ্ধার কাজ শুরু করি। মরদেহ উদ্ধার করতে সাত ঘণ্টা সময় লেগেছে। উদ্ধার কার্যক্রম শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

ডুবে মৃত্যু সাঁকো

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর